Fact Check: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বর্তমানে মাহিকা শর্মার (Mahieka Sharma) সঙ্গে ডেট করছেন। এমন গুঞ্জন প্রায়শয়ই শোনা যাচ্ছে। ২০২৪ সালে স্ত্রী নাতাশা স্ট্যানকোভিকের (Nataša Stanković) সঙ্গে হার্দিক পান্ডিয়ার বিচ্ছেদ হয়ে যায়। নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে হার্দিকের বিচ্ছেদের পর নানা জনের সঙ্গে নাম জড়ায় ভারতীয় দলের এই অলরাউন্ডারের। তবে হার্দিক বর্তমানে মাহিকা শর্মা নামে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর আসে।
মাহিকার সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হলেও, তা নিয়ে ক্রিকেটারকে মুখ খুলতে দেখা যায়নি। তবে হার্দিক এবং মাহিকাকে একাধিক জায়গায় একসঙ্গে দেখা যায়। সম্প্রতি বিমানবন্দরেও মাহিকা এবং হার্দিকের দেখা মেলে একসঙ্গে। যা সামনে আসার পর দুজনকে নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়।
হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মাকে নিয়ে হুঞ্জন শুরু হলে, সম্প্রতি তাঁদের একটি ছবি ভাইরাল হয়। যেখানে হার্দিক এবং মাহিকার সঙ্গে দেখা যায় ক্রিকেটারের ছেলে অগ্যস্তকে (Agastya)। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়ে যায় হু হু করে। তবে এই ছবির সত্যতার কোনও ভিত্তি রয়েছে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়। অবশেষে হার্দিক, মাহিকা এবং অগ্যস্তর ছবি সত্যি সামনে এল।
দেখুন হার্দিক পান্ডিয়াদের সেই ছবি...
View this post on Instagram
হার্দিক, মাহিকা এবং অগ্যস্তর ছবির সত্যতা
জানা যায়, হার্দিক পান্ডিয়া এবং তাঁর বর্তমানে প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে অগ্যস্তর যে ছবি ভাইরাল হয়েছে, তা সত্যি নয়। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি হয়েছে ওই ছবি। হার্দিকের সঙ্গে মাহিকার ছবির সঙ্গে ক্রিকেটারের ছেলে অগ্যস্তকে জুড়ে দেওয়া হয়েছে এ আই ব্যবহার করে। এই ছবির কোনও সত্যতা নেই বলে জানা যায়।