E-Bike Battery Blast: ইলেকট্রিক বাইকের ব্যাটারি চার্জের সময় ভয়াবহ বিস্ফোরণ, দেখুন ভাইরাল ভিডিও
E-Bike Battery Blast (Photo Credit: X)

সুরাট: ইলেকট্রিক বাইকের ব্যাটারিতে (E-Bike Battery) চার্জের সময় ঘরের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ (Blast)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যে ঘরে ব্যাটারি চার্জ করা হচ্ছিল সেখানে ধীরে ধীরে কালো ধোঁয়া ভরে যায় এবং তারপরে হঠাৎ বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটেছে সুরাটে (Surat)।

আরও পড়ুন: Caught on CCTV: ওয়াকিং স্টিক দিয়ে বৃদ্ধ শ্বশুরকে বেধড়ক মার, ছেলের অভিযোগে গ্রেফতার বৌমা

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে একটি কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে। বলা হয়েছে ‘বাড়িতে ইলেকট্রিক বাইকের ব্যাটারি চার্জ ভুল করেও করবেন না, আপনি নিজেই ফলাফল দেখুন।'

দেখুন

 

View this post on Instagram

 

A post shared by i Love Surat 😍 (@iamsurattcity)