Elephant Attack (Photo Credit Twitter)

নয়াদিল্লি : হাতি শান্ত প্রাণী হিসেবেই পরিচিত, কিন্তু হাতি যদি কোনও কারণে রেগে ওঠে তাহলে আর রক্ষে থাকে না। তখন জীবন বাঁচিয়ে পালিয়ে যাওয়াই একমাত্র পথ হয়ে দাঁড়ায়। হাতি (Elephant) সম্পর্কিত অনেক ভিডিও প্রায়শয় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় । কখনো তার দুষ্টু স্বভাব মন জয় করে, আবার কখনও তার রাগ দেখে হৃদয় কেঁপে ওঠে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে, যা দেখে আপনিও শিউরে উঠবেন। ভিডিওতে দেখা যায়, একটি ক্রুদ্ধ হাতি যাত্রী বোঝাই বাসের দিকে হেঁটে যাচ্ছে।

ভিডিওর শুরুতে দেখা যায়, যাত্রী বঝাই একটি বাস রাস্তার কোণে দাঁড়িয়ে হাতিটির শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু তখনই হাতির চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা বাসের ওপর, তারপর ধীরে ধীরে বাসের দিকে যেতে থাকে। এই অবস্থায় বাস ও যাত্রীদের কোনও ক্ষতি এড়াতে চালককে প্রায় ৮ কিলোমিটার রিভার্স গিয়ারে বাস চালাতে দেখা যায়। মাত্র ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি মানুষ দেখেছেন।

আরও পড়ুন : Weather Update: অন্ধ্র-ওড়িশা উপকূলে নয়া নিম্মচাপ, ২৮ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির সতর্কতা দক্ষিণে

দেখুন টুইট