Fact Check: ছাতা সেলাই করছেন প্রাক্তন রাষ্ট্রপতির ১০৪ বছরের দাদা! ভুয়ো খবরে তোলপাড় নেটপাড়া
ভুয়ো অভিযোগ (Photo Credits:Facebook)

নতুন দিল্লি, ১৪ জুলাই: ১০০-রও বয়সী মানুষটি এখনও পেটের ভাত জোটাতে পরিশ্রম করছেন৷ এমনই ক্যাপশন দিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে এক অতিবৃদ্ধ ভদ্রলোক ছাতা সারাইয়ের কাজ করছেন৷ নেটিজেনদের দাবি, ওই বৃদ্ধ আদতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবদুল কালামের (Dr APJ Abdul Kalam) বড়ো দাদা মহম্মদ মুথু মীরা লেব্বাই মারাইকায়ার৷ তাঁর বয়স ১০৪ বছর৷ গ্রাসাচ্ছাদনরে জন্য যাঁকে এখনও উপার্জন করতে হচ্ছে৷ ইতিমদ্যেই ভাইরাল ছবির সত্যতা যাচাই করা হয়েছে৷ তার ফলে জানা গেছে, খবরটি ভুয়ো৷ রাক্তন রাষ্ট্রপতির দাদার জীবনাবসান হয়েছে চলতি বছরের মার্চেই৷ বয়সজনিত কারণেই তাঁর মৃত্যু হয়৷ আরও পড়ুন-Hajj 2021: করোনা আবহে কবে হচ্ছে হজ? ধর্মপ্রাণ মুসলিমদের অবশ্য পালনীয় হজের নিয়মকানুন, দেখে নিন এক ঝলকে

এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা গেছে, প্রাক্তন রাষ্ট্রপতির দাদা এই সংস্থার ট্রাস্টি ছিলেন৷ এদিকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভুয়ো খবরের একেবারে আখড়া হয়ে উঠছে৷ কোনও খবর সত্য না মিথ্যে তা যাচাইয়ের আগেই ভাইরাল হয়ে যাচ্ছে৷ তাই নেটিজেনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যাচাই না করে কোনও খবরে বিশ্বাস করবেন না৷ এমনকী, এনিয়ে কোনও মন্তব্য করা থেকেও দূরে থাকুন৷