Coronavirus Vaccine Launched in India? ভ্যাক্সিন অ্যাপ ডাউনলোড করলেই মিলবে কোভিড-১৯ প্রতিষেধক! ভুয়ো মেসেজের পর্দাফাঁস PIB-র
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ১৮ নভেম্বর: ভারতে কোভিড-১৯ প্রতিষেধকের (Covid-19 Vaccine) প্রয়োগ শুরু হল। সম্প্রতি এমনই একটি মেসেজ ঘোরাঘুরি করছে হোয়াটসঅ্যাপে। মেসেজটির মাধ্যমে 'ভ্যাক্সিন অ্যাপ' (Vaccine App) নামের একটি অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেওয়া হচ্ছে। বুধবার সেই মেসেজের সত্য উদঘাটন করতে ময়দানে নেমে সেটিকে ভুয়ো বলে দাবি করল কেন্দ্র। দেশজুড়ে কোনও কোভিড-১৯ প্রতিষেধক লঞ্চ হয়নি বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। পড়ুন: COVID-19 Samples on Frozen Seafood: ভারত থেকে আমদানি করা পমফ্রেট মাছে মিলল কোভিড-১৯ নমুনা, দাবি চিনের

হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করা মেসেজটিতে দাবি করা হয়েছিল, "দেশে করোনা প্রতিষেধক লঞ্চ করেছে। এখনই ডাউনলোড করুন ভ্যাক্সিন অ্যাপ এবং প্রতিষেধক নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করুন।" এই মেসেজটিকেই সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করল সরকার। পিআইবি জানাচ্ছে, "এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। করোনাভাইরাস ভ্যাক্সিন কিংবা ভ্যাক্সিন অ্যাপ বলে কোনওকিছুই সরকারের তরফে সূচনা করা হয়নি।"

করোনা প্রতিষেধক তৈরির গবেষণা এখনও চলছে। দেশে এবং বিদেশে জোরকদমে চলছে এই কাজ। বিভিন্ন ধাপে রয়েছে কোভিড-১৯ ভ্যাক্সিন তৈরির প্রক্রিয়া। কিন্তু কোনও প্রতিষেধকই এখনও ব্যবহারের জন্য সরকারের তরফে মান্যতা দেওয়া হয়নি।