Photo Credits: Twitter

বিনা টিকিটে (Without Ticket) ট্রেনের (Train) এসি কামরায় (AC coach) উঠে ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের (UttarPradesh) এক দারোগা (Police Officer) ও তাঁর কয়েকজন সহকর্মী। তাঁর কাছে টিকিট চাইতে যান ট্রেনে থাকা টিকিট পরীক্ষক (TTE)। আর এই বিষয় নিয়েই শুরু হয় তুমুল কথা কাটাকাটি (Heated Argument)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারেলি (Bareilly)-তে।

সম্প্রতি ঘটা ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, টিকিট পরীক্ষক টিকিট চাইতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন পুলিশের ওই দারোগা। টিটিই-কে বলছেন, "তোমার বাবার গাড়ি নাকি এটা?" আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট যুবকের, ভাইরাল ভিডিয়ো