PIB Fact Check: দশম আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশের নম্বর ৩৩% থেকে কমে হল ২৩%? জানুন আসল সত্য
ভাইরাল পোস্ট (Photo Credits: PIB)

নতুন দিল্লি, ১৯ জানুয়ারি: দশম আর দ্বাদশ শ্রেণীর ২০২১-র পরীক্ষায় পাশের নম্বর কমে হল ২৩%, যা আগে ছিল ৩৩%; এই তথ্যই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে ব্যাপকভাবে ছড়িয়েছে এই পোস্টটি। এই ভাইরাল পোস্টটি দাবি করছে-দশম আর দ্বাদশ শ্রেণীর ২০২১-র পরীক্ষায় পাশের নম্বর ৩৩% থেকে কমে হল ২৩%। যা নিয়ে দেশজুড়ে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি (PIB) এই পোস্টটি রিপোস্ট করে জানায়, পরীক্ষার পাশের নম্বরসংক্রান্ত পোস্টটি ভুয়ো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পাশের নম্বরের হার কমিয়ে দেওয়ার কোনও নির্দেশ দেয়নি। এই পোস্টটি একেবারেই মিথ্যে। এই নিয়ে জনগণ যেন বিভ্রান্ত না হন তা জানিয়ে দেয়। আরও পড়ুন, জঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের থাবায় পর্যটকদের গাড়ি, ভিডিও ভাইরাল

কিছুদিন আগেই আরও একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে মিথ্যে তথ্য ছড়ানো হয় এই বলে, দেশে যে যে জায়গায় বিদ্যালয় খুলেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সমস্ত বিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে। যথারীতি এই পোস্টটিও ভুয়ো। এইসমস্ত মিথ্যে খবরে বিশ্বাস করার আগে যাচাই করে নেওয়া উচিত।