আগ্রা : রেলের ট্র্যাকে রিল তৈরি করেছিলেন মা-মেয়ে, সেই রিল ভাইরাল হতেই বিষয়টি আরপিএফের নজরে আসে। এরপরই মা ও মেয়ের বিরুদ্ধে আরপিএফ (RPF) মামলা দায়ের করে। মা ও মেয়েকে (Mother and Daughter) পুলিশ গ্রেফতার করে।
জানা গিয়েছে, ট্র্যাকের রিলটি তাঁরা ২০ জুলাই তৈরি করেছিল। মেয়েটির মা মীনা জানান, তিনি অভিনয় করেছেন ও তাঁর মেয়ে মেঘা রিলটি শ্যুট করেছেন। রেলওয়ে আইনে মামলা দায়েরের পর দুজনকেই গ্রেফতার করা হয়। দুজনই তাদের অপরাধ স্বীকার করেছেন। অপরাধটি জামিনযোগ্য, সে কারণে উভয়কেই ৫,০০০ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। তবে বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন : Video: রাস্তায় ঘুরছে লেপার্ড, হঠাৎ হামলা পথচারীর উপর
উল্লেখ্য, রেলের নিয়ম অনুযায়ী রেলওয়ে ট্র্যাক বা প্ল্যাটফর্মের পাশে সেলফি তোলা আসলে শাস্তিযোগ্য অপরাধ। রেলওয়ে আইন ১৯৮৯ -এর আওতায় ১৪৫ এবং ১৪৭ ধারা অনুযায়ী, রেলওয়ে ট্র্যাকের সেলফি তোলা দণ্ডনীয় অপরাধ। আইন ভাঙার ক্ষেত্রে শাস্তি পেতে হতে পারে অভিযুক্ত ব্যক্তিকে। এতে ১০০০ টাকা জরিমানা হতে পারে, এমনকি ৬ মাস জেলও হতে পারে।
দেখুন টুইট
आगरा- रेलवे ट्रैक प्लेटफार्म पर मां-बेटी ने लगाए ठुमके,मां-बेटी पर हुआ मुकदमा दर्ज,आरपीएफ ने मुकदमा दर्ज किया,मां बेटी ने रेलवे ट्रैक पर बनाई थी रील,रील वायरल होने पर RPF ने लिया संज्ञान,
RPF ने मां बेटी को पकड़ा,कार्रवाई जारी.#Agra pic.twitter.com/V3vvU1sTgP
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) July 23, 2023