ভারতের ৭৬-তম স্বাধীনতা দিবসে তিরঙ্গার আলোয় জ্বলে উঠলো বুর্জ খলিফা (Tiranga on Burj Khalifa)। বিশ্বের সর্বোচ্চ আবাসনে জ্বলে ওঠা জাতীয় পতাকার রঙে মাখা আলো, যেন ভারতের স্বাধীনতা দিবসকে আরও বিশেষ করে তুলল। দুবাই-এর বুর্জ খলিফার ওপর জ্বলে ওঠা ভারতীয় পতাকার রঙ মুগ্ধ করে দিচ্ছিল সবাইকে।
দেখুন ছবি
نضيء الليلة #برج_خليفة احتفالاً بيوم الاستقلال الهندي! متمنين لهم المزيد من النمو والاستقرار!#BurjKhalifa
lights up to celebrate Indian Independence Day. We wish the people of India happiness and prosperity! pic.twitter.com/eLm1TWRaCR
— Burj Khalifa (@BurjKhalifa) August 15, 2022