(Photo Credits: Twitter)

গ্রেটার নয়ডা: গ্রেটার নয়ডার (Greater Noida) বিভিন্ন সোসাইটিতে লিফটের (Lift) সমস্যা ক্রমাগত বেড়েই চলেছে। নানা সময় এখানকার বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন স্তরে লিফটের সমস্যার মেটানোর আবেদন করলেও সুরাহা মেলেনি। শুক্রবার রাতে ফের একটি ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হয়েছে। যেখানে একটি নাবালককে বন্ধ হয়ে যাওয়া লিফটে (Boy trapped in lift) থেকে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা করতে দেখা যাচ্ছে। যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। এই ধরনের ঘটনার কবে সমাধান হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রায় দু মিনিটের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্ধ হওয়া লিফটে থেকে বেরনোর জন্য প্রথমে সুইচ বোর্ডের বিভিন্ন সুইচ টিপে লিফটটি খোলার চেষ্টা করছে একটি নাবালক। কিন্তু, কোনওভাবেই সফল হচ্ছে না সে। এরপর লিফটের বিভিন্ন অংশে ঘুষি মারতে দেখা যাচ্ছে তাকে। সঙ্গে থাকা সাইকেলটি দিয়ে লিফটের দরজায় বারবার আঘাত করছে। কিন্তু, কোনও লাভ হচ্ছে না। ভিডিয়োটি যিনি টুইটারে পোস্ট করেছেন, তিনি ক্যাপশনে প্রশ্ন তুলেছেন আর কতগুলো এই ধরনের ঘটনা ঘটার পর উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government) বিধানসভায় এই সংক্রান্ত বিষয়ে বিল (lift bill) নিয়ে আসবে। কবে মিলবে এর সমাধান।