কয়েন ট্রিকে রাজ্যবর্ধন রাঠৌর(Photo Credit: Instagram Screen shot)

হাতের উল্টো পিঠে তিনটি কয়েন, তিনটি কয়েনকেই একসঙ্গে শূন্যে ছুঁড়ে দিয়ে একটি একটি করে তালুবন্দি করছেন। ধীরে ধীরে হাতের সঙ্গে মালিককেও দেখা গেল। অলিম্পিকে রুপো জয়ী শ্যুটার তথা বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠৌর। রাঠৌরক এভাবে কে দেখেছেন জানি না। তবে শ্যুটিংয়ের ময়দান ছেড়ে দূরে গেলেও যে নিজের দক্ষতা ভোলেননি তারই প্রমাণ পাওয়া গেল এই ভিডিওতে। এমনকীভিডিও পোস্টের সঙ্গে লিখলেন সেকথাও। আরও পড়ুন-টিকটকে স্টান্ট ভিডিও করতে গিয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ ১ যুবক

রাজ্যবর্ধন রাঠৌর, নামের সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে একটা মেদহীন ছিপছিপে চাবুকের মতে চেহারা। যেদিকে যখন যেমন বাঁকাবেন, তেমন বেঁকে যাবে। অনেকদিন হল অনুশীলনের দুনিয়া থেকে ছুটি নিয়ে রাজনীতিতে এসেছেন। নতুনভাবে নিজের কেরিয়ার শুরু করেছেন, ধীরে ধীরে পরিচিতি বাড়ছে। কিন্তু তাইবলে যে পুরনো অভ্যাস একেবারে ভুলেছেন এমন ভাবার কারণ নেই। রাজনীতির কচকচির মধ্যেও খেলার ময়দানকে যে ভুলে যাননি, এই ভিডিওতে তারই প্রমাণ দিলেন বিজেপি সাংসদ। তিনটি কয়েনকে যেভাবে মুটোবন্দি করলেন তাতে চমকেছে নেটদুনিয়ায়। রাঠৌরজি-র প্রশংসায় কমেন্ট বক্স উপচে পড়েছে।

নিজের ইনস্টগ্রাম প্রোফাইলে সম্প্রতি এই কয়েন ট্রিকের ভিডিওটি প্রকাশ করেছেন রাজ্যবর্ধন। তাতে দেখা যাচ্ছে, হাতের উল্টো দিকে কয়েক ইঞ্চির দূরত্বে তিনটি কয়েন রেখেছেন। এবার একসঙ্গে তিনটি কয়েন হাওয়ায় তুলে দিয়ে একে একে তিনটি কয়েনকে তালু বন্দি করে নিচ্ছেন। আসলে এটি তাঁর পুরনো অভ্যাস। যখন শ্যুটিং অভ্যাস করতেন, তখন চোখ ও হাতের তালমিল বাড়াতে এটি করতেন। এই পোস্টে সে কথাই জানিয়েছেন