মুম্বই, ২৯ জুলাই: দীর্ঘ অপেক্ষার পর আজ বুধবার আম্বালা বায়ুসেনা বেসে নামবে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান অবতরণকে উৎসর্গ করে নতুন ডুডল বানালো ডেয়ারি ব্র্যান্ড আমুল (Amul)। এই গেম চেঞ্জার যুদ্ধবিমানের জন্য আমুলের নতুন বিজ্ঞাপনে লেখা হল “Jab We Jet”। ছবিতে দেখা যাচ্ছে, রাফাল যুদ্ধবিমানের সামনে ভারতীয় বায়ুসেনার পোশাকে দাঁড়িয়ে আছে আমুলের ম্যাসকট। আজ বেলা দুটোয় আম্বালা এয়ার বেসে অবতরণ করবে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। গত সোমবার ফ্রান্স থেকে রওনা দেওয়া পাঁচটি রাফাল রাত কাটিয়েছে সংযুক্ত আরব আমীরশাহির আবুধাবি লাগোয়া আলডাফরা এয়ারবেসে। সেখানে জ্বালানিও ভরা হয়েছে। বেলা ১১টা নাগাদ টেকঅফের পর দুটোয় আম্বালায় অবতরণ রাফালের। আরও পড়ুন- Rafale Landing In India Today: অপেক্ষার অবসান, বুধবার দুপুর দুটোয় আম্বালায় নামছে যুদ্ধবিমান রাফাল
#Amul Topical: First batch of Rafale jets arrive... pic.twitter.com/okPbsnYnPy
— Amul.coop (@Amul_Coop) July 29, 2020
তবে দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আম্বালার আকাশে জমতে পারে মেঘ। এমনকী, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই তেমন পরিস্থিতিতে দ্বিতীয় পন্থা হিসেবে যোধপুর বায়ুসেনা বেসকে তৈরি রাখা হয়েছে। এদিকে রাফালের আগমনে এদিন আম্বালা বায়ুসেনা বেসে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার প্রধান রাকেশ ভাদৌরিয়া। প্রথম যুদ্ধবিমানটির টেল নম্বর RB-001, যা বায়ুসেনা প্রধান রাকেশ ভাদৌরিয়ার নামের আদ্যাক্ষরকে বোঝায়। ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রন যার পোশাকী নাম গোল্ডেন অ্যারোস, তারই অন্তর্ভুক্ত হতে চলেছে এই ৫ রাফাল যুদ্ধবিমান। এখনও পর্যন্ত ভারত ১০টি রাফাল যুদ্ধবিমানের মালিক। পাঁচটি ভারতের উদ্দেশে রওনা হয়েছে। আর বাকি পাঁচটি প্রশিক্ষণের কারণে এখনও ফ্রান্সেই রয়েছে।