উত্তরপ্রদেশের গাজিয়াবাদ রেলস্টেশনে একটি মর্মান্তিক পাশাপাশি হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা ঘটে গেল। গাজিয়াবাদ রেলস্টেশন থেকে একটি ট্রেনটি যখন ছাড়ছিল সে সময় এক ব্যক্তি ট্রেন থেকে প্রায় ছিটকে পড়ে যাচ্ছিলেন। এই সময় সেখানে কর্মরত আরপিএফ (RPF) কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ওই যাত্রীর প্রাণ বাঁচান। এই পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই দ্রুত ভাইরাল হয়ে যায়।
দেখুন
#Ghaziabad #गाजियाबाद रेलवे स्टेशन पर चलती #ट्रेन में चढ़ने की कोशिश !#यात्री का बैलेंस बिगडा और वह लटक गया !#आरपीएफ स्टाफ की #सतर्कता से बची यात्री की जान !@RPFCR @SudarshanNewsUp #viralvideo pic.twitter.com/gztkGJYkVl
— Anand Mishra (@AnandMi38424236) September 25, 2023