পঞ্চগনি, ২২ সেপ্টেম্বর: বন্যপ্রাণ প্রেমীদের জন্য এক দারুণ খবর৷ মহারাষ্ট্রের প্রখ্যাত পর্যটক আকর্ষণের কেন্দ্র মহাবালেশ্বরে (Mahabaleshwar) ঘুরছে ব্ল্যাক প্যান্থার (Rare Black Panther)৷ বিশেষজ্ঞদের মতে এই প্রথম মহাবালেশ্বরে ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল৷ মিড-ডে-র রিপোর্ট অনুসারে, প্রতাপগড় দুর্গের কাছে ব্ল্যাক প্যান্থারকে ঘোরাঘুরি করতে দেখা গেছে৷ ব্ল্যাক প্যান্থার ঘুরছে ইতিউতি, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই বিষয়টি প্রকাশ্যে আসে৷ বনকর্তা জানিয়েছেন, কুমথে গ্রামের দুই পশুপালক রবীন্দ্র যাদব ও সুভাষ যাদব তাঁদের গবাদি পশুদের খাওয়াতে নিয়ে গিয়েছিলেন প্রতাপগড় লাগোয়া তৃণভূমিতে৷ গবাদি পশুরা যখন চড়ে বেড়াচ্ছে, তখন দুই রবীন্দ্র ও সুভাষ ওই কালো চিতাকে দেখতে পান৷ প্রায় সঙ্গে সঙ্গেই ব্ল্যাক প্যান্থারের ঘোরাফেরার ভিডিও করেন দু’জনে৷ আরও পড়ুন-Zee Entertainment Announces Merger With Sony Pictures Networks India: জি এন্টারটেনমেন্টের সঙ্গে জুড়ছে সোনি পিকচার্স ইন্ডিয়া
দেখুন ব্ল্যাক প্যান্থার
ভাইরাল ভিডিওটি সবমিলিয়ে এক মিনিটের৷ সেখানে দেখা যাচ্ছে, দুর্গ লাগোয়া তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার৷ তবে গরুর হাম্বা ডাক শুনেই মুহূর্তে জঙ্গলে অদৃশ্য হয়ে যায় সে৷ ২০১৮-তে এইরকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল৷ ঘটনাস্থল মহারাষ্ট্র৷ সেবার পর্যটকরা ব্ল্যাক প্যান্থারকে দেখতে পান৷ চন্দ্রপুর জেলার কোলসা রেঞ্জের তাদোবা আন্ধারি ব্যঘ্র সংরক্ষণ প্রকল্পের শিবনঝারি এলাকায় সেই কালো চিতার দেখা মেলে৷ এর আগে ২০১৩-র ডিসেম্বর মাসে রত্নগিরি জেলার রাজাপুর তালুকের ওনি গ্রামের ৪০ ফুটের গর্ত থেকে বনকর্মী ও গ্রামের বাসিন্দাদের চেষ্টায় উদ্ধার হয় এক বড় ব্ল্যাক প্যান্থার৷