Zee. (Photo Credits: Facebook)

মুম্বই, ২২ সেপ্টেম্বর: মিশে যাচ্ছে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ও জি এনটারটেনমেন্ট এন্টাপ্রাইজেস লিমিটেড Sony Pictures Networks India (SPNI) & ZEE Entertainment Enterprises Limited (ZEEL)৷ বুধবার সকালে জি-এর তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়, “শুধুমাত্র আর্থিক নয়, অন্য অনেক পরিকল্পনা করেই দু’টি সংস্থা এক হয়েছে। সব বিষয়ে দু’টি সংস্থা এক মত হয়েছে। সব দায়িত্বই নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হবে।” তবে সোনির সঙ্গে জি এন্টারটেনমেন্টের সংযুক্তি হলেও জি মিডিয়া পৃথক থেকে যাচ্ছে৷ নতুন সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের পদে বসছেন পুনীত গোয়েঙ্কা৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ১৮৬ দিন পর নিম্নমুখী অ্যাক্টিভ কেস, নতুন করোনা রোগী ২৬,৯৬৪

উল্লেখ্য, নতুন সংস্থার সিংহভাগ শেয়ার থাকছে সোনির মালিকানাধীনে৷ কারণ সোনি পিকচার্স ও জি এন্টারটেনমেন্টের সংযুক্তির পরে তৈরি হওয়া নতুন সংস্থায় সোনি ১৫৭ কোটি ডলার বিনিয়োগ করতে চলেছে। এর ফলে সংস্থার ৫২.৯৩ শতাংশ শেয়ার থাকবে তাদের হাতে। অন্য দিকে জি-এর হাতে থাকছে ৪৭.০৭ শতাংশ শেয়ার। অর্থাৎ সংস্থার মালিকানা থাকছে সোনির হাতে।