Covid-19 Cases In India (Photo: File)

নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর: সোমবারের তুলনায় মঙ্গলবারে দৈনিক সংক্রমণের পরিমাণ সামান্য বেশি৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২৬ হাজার ৯৬৪ জন৷ একদিনে দেশে করোনার বলি ৩৮৩ জন৷ গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৪ হাজার ১৬৭ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৩ লাখ ১ হাজার ৯৮৯টি৷ ১৮৬ দিন পর ফের নিম্নমুখী দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা৷ আরও পড়ুন-PM Narendra Modi Congratulates Justin Trudeau For Win: সংসদীয় নির্বাচনে জয়ী হওয়ার জন্য জাস্টিন ট্রুডোকে অভিনন্দন প্রধানমন্ত্রীর(দেখুন টুইট)

করোনার দৈনিক পরিসংখ্যান

এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৭ লাখ ৮৩ হাজার ৭৪১ জন৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন৷ টিকাকরণের আওতায় এসেছেন ৮২ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৭৫৪ জন৷ কোভ্যাক্সে কোভিড টিকা সরবরাহের জন্য ভারত ইতিবাচক পদক্ষেপ দেখানোয় সাধুবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান ট্রেডস আধানম ঘেব্রেয়াসুস৷