নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর: সোমবারের তুলনায় মঙ্গলবারে দৈনিক সংক্রমণের পরিমাণ সামান্য বেশি৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২৬ হাজার ৯৬৪ জন৷ একদিনে দেশে করোনার বলি ৩৮৩ জন৷ গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৪ হাজার ১৬৭ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৩ লাখ ১ হাজার ৯৮৯টি৷ ১৮৬ দিন পর ফের নিম্নমুখী দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা৷ আরও পড়ুন-PM Narendra Modi Congratulates Justin Trudeau For Win: সংসদীয় নির্বাচনে জয়ী হওয়ার জন্য জাস্টিন ট্রুডোকে অভিনন্দন প্রধানমন্ত্রীর(দেখুন টুইট)
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 26,964 new COVID cases, 34,167 recoveries, and 383 deaths in the last 24 hours
Active cases: 3,01,989 (lowest in 186 days)
Total recoveries: 3,27,83,741
Death toll: 4,45,768
Total vaccination: 82,65,15,754 pic.twitter.com/2lkQeQCbRb
— ANI (@ANI) September 22, 2021
এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৭ লাখ ৮৩ হাজার ৭৪১ জন৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন৷ টিকাকরণের আওতায় এসেছেন ৮২ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৭৫৪ জন৷ কোভ্যাক্সে কোভিড টিকা সরবরাহের জন্য ভারত ইতিবাচক পদক্ষেপ দেখানোয় সাধুবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান ট্রেডস আধানম ঘেব্রেয়াসুস৷