একেবার অবিশ্বাস্য। 'মরা মানুষ' বেঁচে ওঠার ঘটনা এবার দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে। বয়সজনিত সমস্যার কারণে ক দিন আগে ৭৬ বছরের এক বৃদ্ধাকে বাবাহোয়োর এক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা একেবারে খারাপ হয়ে যাওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। কিন্তু তাঁর হৃদস্পন্দন থেমে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

এরপর নিয়ম মেনে সেই বৃদ্ধার বাড়ির লোকেরা হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করে তার দেহ কফিনে ভরে শেষকৃত্যর জন্য নিয়ে যান। কিন্তু সবাইকে অবাক করে সরকারী হিসেবে মৃত সেই বৃদ্ধা কফিন ভিতর থেকে ঠকঠক করে আওয়াজ করতে থাকেন। একজন শোনেন কফিনের ভিতর থেকে বৃদ্ধা বলছেন, 'আমি বেঁচে আছি এখনও'। আরও পড়ুন-Deer Eating Snake: সাপ চিবিয়ে খাচ্ছে 'তৃণভোজী' হরিণ! অবিশ্বাস্য ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

নিজেদের সামলে নিয়ে কফিন খুলে বৃদ্ধাকে বের করে আনেন তার পরিবারের সদস্যরা। বৃদ্ধাকে ফের হাসপাতালে ভর্তি করে ডাক্তারদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে আবার আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের চোখে জলটা হতাশার থেকে আনন্দে বদলে গিয়েছে। এই কাণ্ডে হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।