Drugs-Sex and Penis Amputation: মাদকের নেশায় বুঁদ হয়ে টানা ২৪ ঘণ্টা সঙ্গম, যৌনসুখের পরিণতি প্রৌঢ়ের লিঙ্গচ্ছেদ
প্রতীকী ছবি

মাদকের নেশায় বুঁদ হয়ে টানা ২৪ ঘণ্টা ধরে স্ত্রীর সঙ্গে উদ্দাম সঙ্গমে লিপ্ত ছিলেন প্রৌঢ়। ব্যাস তারপরেই ঘটে গেল সেই অঘটন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ৫০ বছরের ব্যক্তি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রৌঢ়ের শারীরিক অবস্থা বেশ সংকটজনক। চিকিৎসার প্রয়োজনে তাঁর লিঙ্গ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হতে পারে।

চূড়ান্ত যৌনসুখ লাভ করতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ইতালি নিবাসী। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মাদকের নেশায় বিভোর হয়ে স্ত্রীয়ের সঙ্গে টানা ২৪ ঘণ্টা ধরে সঙ্গম চালিয়ে গিয়েছিলেন ওই প্রৌঢ়। কিন্তু যৌনসুখে ভরা সেই রাত পার হতেই স্বামী স্ত্রীর জীবনে নেমে এল অন্ধকার দিন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। স্বামীর শারীরিক অবস্থা বেগতিক বুঝে স্ত্রী দ্রুত খবর দেন অ্যাম্বুলেন্সে।

ইতালির গ্রসেতোয় এক হাসপাতালে ভর্তি রয়েছেন প্রৌঢ়। এক সপ্তাহের বেশি সময়ে ঘরে আইসিইউ (ICU) তে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানান, প্রৌঢ়ের লিঙ্গ এবং অণ্ডকোষে নেক্রোটিস (Necrosis) সৃষ্টি হয়েছে। নেক্রোটিস হল দেহাংশের পচন ব্যাধি। যার ফলে প্রৌঢ়ের লিঙ্গ কেটে বাদ দিতে হতে পারে।