Photo Credit_Youtube

প্রেম বিশ্বের যেকোন কিছুকে জয় করতে পারে,  তাঁর কাছে বয়স, লিঙ্গ এবং জাতি উপজাতি কোনকিছুই বাধা হয়ে দাঁড়ায় না। সম্প্রতি, পাকিস্তানের একটি ঘটনা সেকথা আরো একবার প্রমাণ করেছে যে, বয়সের পার্থক্য থাকলেও  প্রেম দুজন মানুষকে একত্রিত করতে পারে। ১৮ বছর বয়সী মুসকান ৫৫ বছর বয়সী ফারুক আহমেদের  বিবাহবন্ধনের ঘটনা সকলকে অবাক করে দিলেও সেই সত্যিকে আরো একবার প্রমাণ করে।

নব দম্পতির মধ্যে বিশাল বয়সের ব্যবধান হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই সূত্রেই তাদের সাক্ষাৎকার নিতে গিয়ে জানা যায় যে তাদের প্রেমের শুরু কীভাবে? ৫৫ বছরের ফারুক একজন সঙ্গীতপ্রেমী তাই ১৮ বছরের মুসকানের গান তার দৃষ্টিকে প্রথম আকর্ষণ করেছিল। দুজন দুপারে বসবাস করতেন , যার ফলে ফারুক প্রায়ই তার বাড়িতে যেতেন এবং মুসকানকে উপহার দিতেন।সময় যত এগোয় তাদের প্রেম তত বাড়তে থাকে এবং মুসকানই প্রথমে ফারুকের জন্য প্রেমে পড়ে যায়  আর ববি দেওলের 'বাদল' সিনেমার 'না মিলো হামসে জায়াদা' গানটি গেয়ে ইঙ্গিত ছুঁড়ে দিয়ে প্রথম উদ্যোগ নেন মুসকান।এরপরেই তারা গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেয়।