Sonu Sood, Miss Thailand. (Photo Credits: X)

Miss World 2025: হায়দরাবাদে আয়োজিত ৭২তম মিস ওয়ার্ল্ডের আসরে সেরার মুকুট পরে ইতিহাস গড়েন তাইল্য়ান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি ( Opal Suchata Chuangsri)। এই প্রথম বিশ্বসুন্দরীর আসরে সেরার মুকুট পরলেন কোনও তাইল্যান্ডের কোনও মহিলা। শুরু থেকেই ফেভারিট মনে করা হচ্ছে তাই সুন্দরী ওপালকে। শুধু রূপ নয়, বিশ্বসুন্দরী হওয়ার জন্য যে আত্মবিশ্বাস, যে আত্মপ্রত্যয়, যে শরীরীভাষাটা দরকার ছিল তার সবটাই ছিল তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি-র মধ্যে। দ্বিতীয় স্থানে শেষ করা ইথিওপিয়ার হাসেন দারেজেকে প্রশ্নোত্তর পর্বে ছাপিয়ে যান ওপাল সুচাতা। প্রশ্নোত্তর রাউন্ডে দারুণ এক জবাব দিয়ে এবারের মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা নিশ্চিত করেন তাইল্য়ান্ডের সুন্দরী।

বলিউডের তারকা তথা সমাজসেবক সোনু সুদ গতকাল মিস ওয়ার্ল্ডের ফাইনালের আসরে প্রশ্নোত্তর রাউন্ডে প্রশ্ন করেন ওপাল সুচাতা চুয়াংস্রি। তাই সুন্দরীকে সরাসরি সোনু সুদ জিজ্ঞাসা করেন, মিস ওয়ার্ল্ডে এতদূর আসার পথে তুমি কী কী শিখেছো। বিশেষ করে সত্যি আর ব্যক্তিগত দায়িত্ব নিয়ে, যখন কেউ গল্প তুলে ধরে বা বলে?"

মিস ওয়ার্ল্ড ২০২৫-এর মুকুট পরলেন তাইল্য়ান্ডের সুন্দরী

বিশ্ব সুন্দরীর মঞ্চে মানবিকতার বিশেষ পুরস্কার জিতলেন সোনু সুদ

সোনু সুদের প্রশ্নের জবাবে কী বলেছিলেন তাই সুন্দরী

তার জবাবে কিছুক্ষণ পরেই মিস ওয়ার্ল্ডের মুকুট পরা তাই সুন্দরী জবাব দেন, " সত্য়ি বলতে অনেক কিছু শিখেছি। বিশেষ করে সেই জিনিসটা বেশি করে শিখেছি, আপনি যেমনই হোন, জীবনে যে কোনো জায়গাতেই থাকুন না কেন, সবসময় কেউ না কেউ আপনার দিকে তাকিয়ে থাকে, বা অনুসরণ করে। সেটা একটা ছোট শিশু, একজন প্রাপ্তবয়স্ক, এমনকি আপনার নিজের বাবা-মাও- যে কেউ হতে পারে। তাই আমাদের কাজ-কর্মের মাধ্যমে এমনভাবে পথ দেখাতে হবে, যাতে সেটি সুন্দর ও সম্মানজনক হয়। এটাই আমাদের চারপাশের মানুষের জন্য সবচেয়ে ভালো কাজ হতে পারে।"