Vijaya Dashami (Photo Credit: FB)

Durga Puja 2025: আজ বিজয়া দশমী (Vijayadashami 2025)। গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে দশমীর উৎসবে। কোথাও বিজয়া দশমী (Durga Puja 2025) আবার কোথাও দশেরা পালিত হচ্ছে। খারাপের উপর ভালর যে বিজয়প্রাপ্তি, তাকেই গোটা দেশ জুড়ে আজ পালন করা হয়। তবে ভিন্ন রূপে। শ্রীরাম যখন রাবণকে হত্যা করেন, সেই দিনটিকেও খারাপের উপর ভালর বিজয় প্রাপ্তির দিন। অন্যদিকে মা দুর্গা যেভাবে মহিষাসুরকে হত্যা করে, গোটা ধরাধামকে রক্ষা করেছিলেন, তাকে বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: Dashami Baran: দশমীর বরণের শুভ সময় কখন? বরণডালায় কী কী রাখা আবশ্যিক?

বিজয়া দশমী 

দুর্গা পুজোর আজ শেষদিন। ৪ দিন ধরে উমা মর্তে থাকেন। আজ মায়ের বিদায়ের পালা। চোখে জল নিয়ে বাঙালি আজ উমাকে বরণ করবে। আজ পিতৃগৃহ থেকে কৈলাশে ফিরে যাবেন মা দুর্গা। তাই বাঙালির মন খারাপ। তবে সিঁদূরে লাল হয়ে, বাঙালি আজ উমাকে বিদায় জানাবে।

উমা কৈলাশে ফিরতেই শুরু হয় মিষ্টি মুখের পালা। বিজয়া দশমীতে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম এবং ছোটদের কোলাকুলি করা হয়। বিজয়া দশমী তাই অনবদ্য। এদিন ভালবাসার মোড়কে একে অপরের চরণ স্পর্শ করেন। ভালবাসায় সবাই সবাইকে জড়িয়ে ধরেন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, ওড়িশা এবং ত্রিপুরার বেশ কিছু জায়গায় দুর্গা পুজো হয়। তাই এই রাজ্যগুলিতেও বেশ কিছু জায়গায় দশমী পালন করা হয় ধুমধাম করে।

উত্তর ভারতে দশেরা 

উত্তর ভারতের বিবিন্ন রাজ্য়ে দশেরা (Dussehra 2025) পালন করা হয়। এদিন হয় বারণ দহন। দশাননের পাশাপাশি কুম্ভকর্ণ, মেঘনাদও দহন করা হয়। খারাপের উপর ভালর বিজয় প্রাপ্তির দিন হিসেবেই দেশরায় রাবণ দহনের প্রথা রয়েছে।