দশমীর বরণ (ছবিঃX)

আজ, বৃহস্পতিবার বিজয়া দশমী(Vijaya Dashami) চোখের জলে উমাকে বিদায় জানানোর দিন সমস্ত আনন্দ শেষে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার পালা আবার ফের এক বছরের অপেক্ষা এদিন মাকে বর করে কৈলাসে পাঠানোর রীতি রয়েছে হিন্দুধর্মে পানপাতা, আলতা সিঁদুর দিয়ে মাকে বরণ করেন মা-বোনেরা জানেন কি মাকে বরণ করার শুভ সময় কখন?

বিশুদ্ধ পঞ্জিকা মতে, ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে দশমী তিথি শেষ হবে অমৃতযোগ রয়েছে সকাল ৭টা ৬ মিনিটের মধ্যে পুনরায় অমৃতযোগ রয়েছে য় ১টা ২৪ মিনিট গতে ২টো ৫৮ মিনিটের মধ্যে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫৪ মিনিট ৩৫ সেকেন্ডেই শেষ হচ্ছে দশমী তিথি

তবে এবার দশমীর তিথি ছেড়ে যাওয়ার পরও মাকে বরণ করা যাবে

বরণের ক্ষেত্রে কী নিয়ম মেনে চলবেন?

মাকে বরণের সময় দেবীর সিঁথিতে সিঁদুর ছোয়াবেন দু'হাতে পান পাতা নিয়ে মাতের গালে ছোঁয়াতে হবে এরপর মায়ের মাথায় ধান-দূর্বা দিন এরপর মাকে মিষ্টিমুখ করে জল খাওয়ান সব শেষে মাকে খিলি করা পান দিন

বরণডালায় কী কী রাখতে হয়?

পান, সুপারি, সিঁদুর, পানের খিলি, জল, মিষ্টি সঙ্গে দক্ষিণা প্রদীপও রাখতে পারেন