কলকাতা : শুকিয়ে যাওয়া ফুল ফেলে না দিয়ে সহজে বানিয়ে ফেলুন ব্যবহারের প্রয়োজনীয় জিনিষ। বাড়িতে সাজানো ফুল বা পুজোতে ব্যবহার করা ফুল ফেলে দিতে অনেকেরই মন চায় না। আপনি এই শুকনো ফুল (Dried Flowers) সংগ্রহ করে খুব সহজে এসেনশিয়াল অয়েল ও আয়ুর্বেদিক ধূপকাঠি তৈরি করতে পারেন।
ফুল থেকে এসেনশিয়াল অয়েল কীভাবে তৈরি করবেন দেখে নেওয়া যাক
শুকিয়ে যাওয়া গোলাপ বা গাঁদা ফুলগুলি ছাড়িয়ে নিন এরপর সামান্য রোদে শুকিয়ে নিন । তারপর সেগুলিকে ভালো করে গুড়ো করে একটি বয়ামে ভরে নিন। এবার তার মধ্যে জলপাই তেল, দারুচিনি, লবঙ্গ এবং ১ টুকরা কর্পূর দিয়ে দিন, বয়ামের ওপরে সুতির কাপড় রেখে শক্ত ঢাকনা দিয়ে বন্ধ করে দিন। কয়েকদিন পর বোতল থেকে সুগন্ধ বেরতে শুরু করবে। তখন ঢাকনা খুলে ছেঁকে আলাদা করে নিয়ে ব্যবহার করুন। আপনি এটি স্নানের জল এবং মোমবাতিতেও ব্যবহার করতে পারেন।
ফুল দিয়ে ধূপকাঠি বানাবেন কীভাবে দেখে নিন
ফুল দিয়ে ধূপকাঠি তৈরি করা সহজ কাজ নয়। তবে আপনি বাড়িতে এটি ব্যবহার করে দেখতে পারেন। এই ধূপকাঠি তৈরি করতে, ফুল শুকিয়ে গুড়ো করে নিন। এবার এই ধুলোর মধ্যে শুকনো গোবর মিশিয়ে তারমধ্যে গুগুল পাউডার দিন। এরপর এতে কর্পূর ও লবঙ্গ মিশিয়ে নিন। এবার এতে নারকেল তেল, চন্দন গুঁড়ো এবং ঘি মিশিয়ে ময়দার বলের মতো তৈরি করুন। মনে রাখবেন এটি শুকনো এবং খুব টাইট হওয়া প্রয়োজন। এবার শঙ্কুর মতো বানিয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করুন।
এইভাবে আপনি শুকনো ফুল দিয়ে এই ২টি জিনিস বানিয়ে ফেলতে পারেন। এগুলো একেবারে অর্গানিক এবং ঘরে তৈরি হওয়াতে ব্যবহারে কোনও ক্ষতি নেই।