শিলিগুড়ি: ভারতজুড়ে পর্যটন ব্যবস্থা বাড়াতে নয়া পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের পর্যটন ব্যবসার ভবিষ্যৎ আরও উন্নত করতে (tourism’s future in India) এবং অ্যাডভেঞ্জার টুরিজমের (adventure tourism) প্রতি দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে ১৪টি পয়েন্টের উপর ভিত্তি করে এক বছরের একটি অ্যাকশন প্ল্যানও (14 point one-year action plan) বানানো হয়েছে। রবিবার পশ্চিমবঙ্গের (West Bengal) শিলিগুড়িতে (Siliguri) সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি (Union Minister G. Kishan Reddy)।
শনিবার থেকে শুরু হয়েছে জি২০ টুরিজম ওয়ার্কিং গ্রুপের (G20 Tourism Working Group) দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকে অ্যাডভেঞ্জার টুরিজমের সুবিধা সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বলেন, "বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অ্যাডভেঞ্চার টুরিজমের প্রতি আকর্ষিত করার জন্য ভারতে প্রচুর সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতে ট্রেকিং (trekking), রাফটিং (rafting), কায়াকিং (kayaking) ও সাফারি (safari)-সহ বিভিন্ন ধরনের পর্যটনের সুযোগ রয়েছে।"
Siliguri, West Bengal | India has many possibilities to attract adventure tourists from different countries. Northeast can offer a variety of activities like trekking, rafting, kayaking, safari etc: Union Minister G. Kishan Reddy addresses the G20 Tourism Working Group meeting at… pic.twitter.com/09T5syp6CA
— ANI (@ANI) April 2, 2023
এই বিষয়ে কেন্দ্রের উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে জি কিষান রেড্ডি আরও বলেন, "অ্য়াডভেঞ্জার টুরিজম ও ভারতের পর্যটন ব্যবসার উন্নতির জন্য আমরা ১৪টি পয়েন্টের উপর ভিত্তি করে বার্ষিক একটি অ্যাকশন প্ল্যান বানিয়েছি। এর ফলে পর্যটন ব্যবসা আরও বৃদ্ধি পাবে।"
We have prepared a 14 point one-year action plan, incentives for tourism’s future in India & to give a big boost to adventure tourism: Union Minister G. Kishan Reddy, Siliguri pic.twitter.com/TrCSgxzg45
— ANI (@ANI) April 2, 2023