Heart Attack, Representational Image (Photo Credit: Twitter)

কার্ডিওভাসকুলার রোগে দিনের পর দিন ধরে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কার্ডিওভাসকুলার রোগ অর্থাৎ হার্ট অ্যাটাকে বেশি পরিমাণ পুরুষের আক্রান্ত হওয়ার পরিসংখ্যান থাকলেও, মহিলাদের ক্ষেত্রে এর ফল অত্যন্ত খারাপ হচ্ছে। গবেষণায় দেখা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মহিলারা যদি হাসপাতালে ভর্তি হন, তাহলে তাঁদের মৃত্যুর সংখ্যা পুরুষদের তুলনায় আরও বেশি হচ্ছে। বার্ধক্য, অন্যান্য অবস্থার সংখ্যা বৃদ্ধি এবং অবরুদ্ধ ধমনী খোলার জন্য স্টেন্ট কম ব্যবহারের ফলে পুরুষদের তুলনায় মহিলাদের হৃদরোগ হলে, তার ফল খারাপ হতে পারে বলে মিলছে ইঙ্গিত।

হৃদরোগে আক্রান্ত হয়ে কতজন পুরুষ এবং মহিলার মৃত্যু হচ্ছে, সে বিষয়ে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে একটি গবেষণা করা হয়। হৃদরোগের পর হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে পুরুষদের তুলনায় মহিলাদের অনকে বেশি করে স্টেন্ট দিয়ে চিকিৎসা করানোর পদ্ধতি প্রকাশ্যে আসে। ওই গবেষণায় দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পুরুষদের চিকিৎসা দীর্ঘমেয়াদি হয় কিন্তু মহিলারা বেশি সময় দেন না। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পুরুষদের তুলনায় মহিলাদের মৃত্যুর হার অনেক বেশি।