আজ ২০ জুন, ভগবান জগন্নাথের রথযাত্রা উৎসব। পঞ্চাং অনুসারে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়া তিথি ১৯ জুন, ২০২৩ সকাল ১১ টা ২৫ মিনিটে শুরু হবে এবং ২০ জুন, ২০২৩ রাত ১ টা ০৭ মিনিট টা পর্যন্ত থাকবে। তাই উদয় তিথি অনুসারে আজ ২০ জুন রথযাত্রা উৎসব পালিত হবে।
পুরীতেই রথযাত্রা সবচেয়ে বিখ্যাত। দারুণ আড়ম্বর এর। পুরীতে মন্দিরদ্বার থেকে চলতে শুরু করে যাত্রাপথে অনেক জায়গায় থামে জগন্নাথদেবের রথ। কোথাও ভক্তেরা ভিড় করে থেকে দর্শন করেন দেবতাকে। কোথাও ভক্তেরা রথোপরি স্থিত ভগবানকে ফলফুলমিষ্টি ইত্যাদি নিবেদন করেন।
জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রা যথাক্রমে তিনটি আলাদা আলাদা রথে চেপে রথযাত্রায় বেরোন। রথগুলির আলাদা আলাদা নামও আছে। যেমন, জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলান নামে পরিচিত। রথগুলি সুন্দরভাবে সজ্জিত হয়। ভক্তদের দ্বারা এই রথ পুরীর রাস্তায় টানা হয়। রথযাত্রাটি প্রায় ৩ কিলোমিটার দূরত্ব জুড়ে গুন্ডিচা মন্দিরে শেষ হয়। গুন্ডিচা মন্দিরে পৌঁছতে প্রায় ১ দিন সময় লাগে রথের। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৮ দিন থাকার পরে ৯ দিনের মাথায় বেরিয়ে পড়েন।Happy