পর্নহাব ২০১৯ (Photo credits: Pornhub)

পর্নহাব ২০১৯ (Pornhub 2019) একটি পর্যালোচনা করে। সেই পর্যালোচনা থেকে উঠে আসে কিছু মজাদার তথ্য। পর্নহাব ২০১৯ এর তথ্য অনুযায়ী XXX অ্যামেচার পর্ন (XXX Amateur Porn), এলিয়েন পর্ন (Alien Porn) ও বেল ডেলফাইন (Belle Delphine Porn) পর্ন দর্শকের মনকে বেশি টেনেছে। সবথেকে মজাদার বিষয় হল মহিলাদের পর্ন দেখার প্রবণতা আগের চেয়ে প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেক্স পজিশন নিয়ে মানুষের মাথাব্যথা কমছে বলেই জানা যাচ্ছে এই রিপোর্ট থেকে। কারণ ২০১৮-য় ভারতে XXX পর্নে পজিশন নিয়ে চর্চা এতটাই বেশি ছিল যা তৃতীয় স্থান অর্জন করেছিল। কিন্তু এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ তে।

দর্শক সবথেকে বেশি চাহিদার তালিকায় রেখেছে অ্যামেচার সেক্স। কিন্তু এলিয়েন সেক্স দেখতেও আগ্রহী দর্শক। অবাক হলেও কথাটা সত্যি। কিন্তু হঠাৎ ভিনগ্রহের কোনো প্রাণীর যৌনমিলন দেখার ইচ্ছে মানুষের মনে কেন উঠলো? এর জন্য দায়ী এরিয়া ৫১ (Area 51)। এরিয়া ৫১ আমেরিকার এমন একটি জায়গা যেখানে কারোর প্রবেশের অধিকার নেই। এমন কথা প্রচলিত রয়েছে সেখানে নাকি এলিয়েন অর্থাৎ ভিন গ্রহের প্রাণীদের বাস। আর তাই নিয়েই দর্শকদের এত উৎসাহ। এই বিষয়ে আরেকটি গুরুত্ত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। POV অর্থাৎ পয়েন্ট অফ ভিউ। চোখে ভিআর লাগিয়ে এই ভিডিও দেখলে মনে হবে যেন আপনার চোখের সামনে সত্যিই ঘটছে। এটিও কিন্তু এবছরের হিটলিস্টে রয়েছে।

আরও পড়ুন, অন্তর্বাসের ভাঁজেই বাসা বাঁধছে স্ক্র‌্যাব টাইফাস! জ্বর হলেই গোপনাঙ্গ পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

বেল ডেলফিন এবছর চতুর্থ স্থানে ছিল। যিনি বাথওয়াটার বিয়িং ভেপড বাই গেমার্স-র জন্য বিখ্যাত। তাঁকে দেখার চাহিদাও ছিল বেশ বেশি। পর্নহাবে সেরা ১০ এর তালিকাটি হল-

  • অ্যামেচার
  • এলিয়েন
  • POV
  • বেল ডেলফিন
  • কসপ্লে
  • ম্যাচিওর
  • বাইসেক্সুয়াল
  • অ্যাপেক্স লেজেন্ডস
  • এএসএমআর
  • ফেমডম

পর্নহাবে তেলুগু ব্লু ফিল্ম (Telugu Blue Film) এবং দেশি গুজরাতি সেক্স (Desi Gujrati Sex) শব্দকে সবথেকে বেশিবার সার্চ ইঞ্জিনে সার্চ করা হয়। হট সেক্সি টিচার্স XXX সার্চেসও ভারতে গতবছর সবথেকে বেশি সার্চের তালিকায় ছিল । এবছর কলেজ গার্ল সেক্স (College Girl Sex) ভিডিও সবথেকে বেশি সার্চের জায়গা জুড়ে ছিল।