বন্ধু শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে ভালো খারাপ প্রতিটি মুহূর্তের সঙ্গী। সবার জীবনে বন্ধুর সংখ্যা অসংখ্য হয়। তবে এই অসংখ্য বন্ধুর মধ্যে প্রিয় বন্ধু একজনই হয়, যাকে নির্দ্বিধায় মনের সব কথা বলে দেওয়া যায়। আনন্দের দিন থেকে দুঃখের কারণ সবকিছু ভাগ করে নেয় এই প্রিয় বন্ধু। জীবনের সব থেকে বড় ভরসার জায়গা হয়ে ওঠে প্রিয় বন্ধু। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা কেউ জন্মসূত্রে পায় না, নিজেদের পছন্দ অনুযায়ী বন্ধু বাছাই করে সকলে। এই বন্ধুদের মধ্যে প্রিয় বন্ধু এমন একটা মানুষ, যার সঙ্গে জীবনের কঠিন সময়টাও খুব সহজ এবং সুন্দর হয়ে ওঠে। জীবনে প্রিয় বন্ধুর গুরুত্ব বোঝানোর জন্য প্রতি বছর ৮ জুন পালন করা হয় ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে।

১৯৩৫ সালে ৮ জুন দিনটিকে ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস এবং আগস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় জাতীয় বন্ধুত্ব দিবস। সেই সময়ে এই দিনটি তেমন জনপ্রিয় না হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই দিনটি। ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে উপলক্ষে সবার উচিত নিজেদের ব্যস্ত জীবনের থেকে কিছু সময় বের করে সেই সময়টা প্রিয় বন্ধুর সঙ্গে কাটানো। আপনার জীবনে প্রিয় বন্ধুর গুরুত্ব কতটা সেটা তাকে বোঝানোর জন্য খুবই ভালো দিন ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে।

বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করতে সাহায্য করে ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে। ৮ জুন ঘনিষ্ঠ বন্ধু বা বন্ধুদের গ্রুপের সঙ্গে পালন করা যেতে পারে ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে। পৃথিবীতে এমন অনেকেই রয়েছে যাদের প্রিয় বন্ধু তাদের জীবনসঙ্গী বা তাদের ভাইবোন বা তাদের পিতামাতা, এমনকি অনেকের প্রিয় বন্ধু তাদের পোষা প্রাণী। প্রিয় বন্ধু যেই হোক না কেন, ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে উপলক্ষে ৮ জুন দিনটিতে বুঝিয়ে দিন আপনার জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ, বন্ধুর সঙ্গে আরও সুন্দর করে তুলুন এই দিনের প্রতিটি মুহূর্ত।