Mahalaya 2025: মা আসছে। তাইতো আকাশে, বাতাসে এখন খুশির ছোঁয়া। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া। যেদিন পিতৃপকক্ষের অবসানে দেবীপক্ষের (Significance Of Mahalaya) সূচনা হয়। ওই মহালয়ার দিন মানুষ গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করেন। পিতৃপুরুষকে স্মরণ করেন। পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায়, তাঁদের তুষ্ট করতেই মহালয়ার দিন গঙ্গা-সহ বিভিন্ন নদী বা জলাশয়ের ঘাটে ঘাটে বহু মানুষ হাজির হন এবং তর্পণ (Tarpan) করেন।
আশ্বিন শুক্লপক্ষে যেমন মহালয়া পালন করা হয়, তেমনি ওইদিন থেকে সূচনা হয় নবরাত্রিরও। মহালয়াকেই দুর্গা পুজোর (Durga Puja 2025) আগমণ তিথি হিসেবেও ধরে প্রত্যেক বাঙালি। তাই আগামী ২১ সেপ্টেম্বর বাংলা এবং বাঙালির কাছে অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। এই দিনই অসুর বধ করে দেবী দুর্গার মর্তে আগমণের পালা। অর্থাৎ অশুভ শক্তিকে বিনাস করে, এই দিন থেকে শুভ শক্তির সূচনা হয় ধরাধামে।
আরও পড়ুন: Durga Puja 2025 Bhog Recipes: মা দুর্গার ভোগের রেসিপি, দেবীর প্রসাদের তালিকা রইল
আসুন জেনে নিই মহালয়ার গুরুত্ব এবং এই দিনের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য
মহালয়ার ইতিহাস
পুরাণে কথিত রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর দৈত্যরাজ মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে দেবী দুর্গার আবাহন করেন। ত্রিদেবের শক্তি থেকে আসেন দেবী মহামায়া। তাই মহালয়ার দিনই সমস্ত অশুভ শক্তির বিনাস হয় বলে মনে করে বাঙালি।
মহালয়ার দিন থেকেই দেবী মহামায়ার তাঁর মর্তলোকের বাড়িতে আগমণের তোড়জোড় শুরু হয়। দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে ৯ দিন সময় নিয়েছিলেন। সেই সঙ্গে নবম দিনে তিনি ওই দুর্ধষ্য অসুরকে বধ করেন। সেই রীতি মেনে যেমন দুর্গা পুজোর প্রচলন তেমনি তার আগমণী বার্তা বহন করে এই মহালয়া।
মহালয়া কবে উদযাপন করা হয়
প্রত্যেক বছর দুর্গা পুজোর ৭ দিন আগে পালন করা হয় মহালয়া। আশ্বিন মাসের অমাবস্যার তিথিতে এই মহালয়া উদযাপিত হয়। মহালয়ার পর থেকে বাঙালির শারদীয়া উৎসবের সূচনা।
মহালয়ায় পিতৃ তর্পণ
মহালয়ায় যেমন দেবী দুর্গার আগমণ, তেমনি এই দিন পিতৃপক্ষের (Pitru Paksha 2025) শেষ অবসর। তাই পূর্ব পুরুষকে স্মরণ করে এদিন গঙ্গা বা বিভিন্ন জলাশয়ের ঘাটে বহু মানুষকে তর্পণ করতে দেখা যায়। মন্ত্র পড়ে, পিণ্ডদান করে এই দিন রপূর্ব পুরুষকে তুষ্ট করার রীতি রয়েছে।
মহালয়ার আগমণী সুর
এই দিন ভোরে বাঙালি জাগে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনে। দেবীপক্ষের আগমণে বাজলো তোমার আলোর বেণু দিয়ে শুরু হয় বাঙালির দিনযাপন। মহিষাসুরমর্দিনী তাই যেমন রেডিয়োয় শোনার জন্য বাঙালি মুখিয়ে থাকে, তেমনি বাংলা টেলিভিশন চ্যানেলগুলিতেও দেখা যায় মহালয়া।
মহালয়ার ঐতিহ্য
মহালয়ায় দেবীর চক্ষুদান হয়। তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। কুমোরটুলি থেকে শুরু করে বাংলার প্রত্যেক কোণায় এই দিন দেবী দুর্গার চক্ষুদানের পালা। তাই এই দিন বিশেষ পুজোর আয়োজন করেন অনেকে। থাকে মন্ত্রোচ্চারণ এবং বিশেষ পুজোপাঠের আয়োজন।