আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া (Mahalaya 2025)। ওইদিন পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনা হয়। ওইদিন থেকে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করা হয়। দুর্গা পুজোর (Durga Puja 2025) ঢাকে পড়ে যায় কাঠি। পিতৃপক্ষ শেষ হতেই পুজোর ঢাকে কাঠি পড়ে। তাইতো তর্পণ যেমন পিতৃপুরুষকে স্মরণের দিন। ওইদিন পিতৃপুরুষকে স্মরণ করে, পুজোর আনন্দে মেতে ওঠে আপামর বাঙালি।
মহালয়ায় কী করতে নেই, এমন কোনও বিধি নিষেধ রয়েছে কি না, তা নিয়ে নানা সময়ে নানা কথা শোনা যায়। এমনই বেশ কিছু করা এবং না করার রীতি, নীতি রয়েছে মহালয়ায়।
কী কী করবেন না মহালায়ায়
বলা হয়, মহালয়ায় চুল কাটতে নেই।
মহালয়ার দিন যতটা সম্ভব সাত্ত্বিক খাবার খাওয়ার রীতি রয়েছে। মহালয়ায় আমিষ খেতে নেই বলে মনে করা হয়।
মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশে যেমন তর্পণ করা হয় তেমনি কাউকে এইদিন খালি হাতে ফেরাতে নেই বলে মনে করা হয়। অর্থাৎ মহালয়ায় কোনও ভিক্ষাজীবীকেও খালি হাতে ফেরাতে নেই বলে মনে করা হয়।
মহালয়ায় মদ্যপান নিষিদ্ধ বলে মনে করা হয়।
মহালয়ার দিন কোনও শুভ কাজ করতে নেই বলেও মনে করা হয়।
কী কী কাজ করা উচিত মহালয়ায়
মহালয়ায় তর্পণ করুন।
পিতৃপুরুষকে স্মরণ করুন।
পিতৃপুরুষকে জলদান করুন মহালয়ায়।
মহালয়ায় দান করুন।
আপনার যতটুকু সামর্থ, তাই দিয়েই দানধ্যান করুন এই দিনে।