Pitri Pakkha 2025 (Photo Credit: X@SarikaSabharwal)

পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশে শ্রাদ্ধকর্ম ও তর্পণের উত্তম সময় হল পিতৃপক্ষ। এ সময় পিতৃ লোক থেকে মর্ত্যে আসেন পূর্বপুরুষরা। ১৫ দিন নিজের পরিবারের আশপাশে বসবাস করেন ও সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ার দিনে পরিজনদের আশীর্বাদ দিয়ে পুনরায় প্রস্থান করেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকে  ১৫ দিন ধরে পিতৃপক্ষ পালিত হয়।তবেএই ১৫ দিন এর প্রতিটি তিথির শ্রাদ্ধের বিশেষ মাহাত্ম্য রয়েছে।

উল্লেখ্য পিতৃপক্ষ শুরুর আগে কৌশিকী অমাবস্যায় কুশ গ্রহণ করা হয়। এর পর প্রোষ্ঠপদী পূর্ণিমা তিথিতে প্রথম শ্রাদ্ধ করা হয়। পিতৃপক্ষের প্রথম দিনে অগস্ত্য মুনির তর্পণ ও শ্রাদ্ধ করা হয়।

এ বছর কবে থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ, কোন তিথিতে কোন শ্রাদ্ধ করা হবে, তা জেনে নেওয়া যাক

  • পূর্ণিমা তিথি শ্রাদ্ধ/পিতৃপক্ষের সূচনা-রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
  • প্রতিপদা তিথি শ্রাদ্ধ-সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫
  • দ্বিতীয়া তিথি শ্রাদ্ধ - মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫
  • তৃতীয়া ও চতুর্থী তিথি শ্রাদ্ধ- বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ (তিথি ক্ষয়ের কারণে একই দিনে তৃতীয়া ও চতুর্থীর শ্রাদ্ধ করা হবে)
  • ভরণী তিথি বা পঞ্চমী তিথি শ্রাদ্ধ- বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ষষ্ঠী তিথি শ্রাদ্ধ- শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫
  • সপ্তমী তিথি শ্রাদ্ধ- শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অষ্টমী তিথি শ্রাদ্ধ- রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নবমী তিথি শ্রাদ্ধ-সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • দশমী তিথি শ্রাদ্ধ-মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • একাদশী তিথি শ্রাদ্ধ-বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • দ্বাদশী তিথি শ্রাদ্ধ-বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ত্রয়োদশী তিথি শ্রাদ্ধ/মঘা শ্রাদ্ধ-শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • চতুর্দশী তিথি শ্রাদ্ধ-শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
  • সর্বপিতৃ অমাবস্যা শ্রাদ্ধ/মহালয়া-রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫