Durga Puja 2025: বুধবার মহানবমী (Maha Navami)। দুর্গার মর্তে থাকার শেষদিন। অর্থাৎ মহানবমী দিয়েই শেষ হয় দুর্গা পুজোর (Durga Puja 2025) যাত্রা। দশমীতে মায়ের বিসর্জন। অর্থাৎ দশমীতে উমা ফিরে যান কৈলাশে। তাই নবমী মানেই বাঙালির মন খারাপ। তবে বিষাদকে পাশে সরিয়ে বাঙালি মেতে ওঠে নবমীর অঞ্জলি, সন্ধি পুজোর ক্ষণে।
আরও পড়ুন: Durga Puja 2025: সপ্তমী সাড়ম্বরে চলছে, ইলিশের এই পদেই জমবে পুজোর দিনগুলি, দেখুন রেসিপি
মহানবমী কখন থেকে শুরু হচ্ছে
মহানবমী শুরু হয়ে গিয়েছে। ৩০ সেপ্টেম্বর সন্ধে ৬.০৬ মিনিট থেকে শুরু হয়েছে মহানবমী।
মহানবমী তিথি শেষ হচ্ছে ১ অক্টোবর সন্ধে ৭.০১ মিনিটে।
মহানবমী কীভাবে পালন করা হয়
মহানবমীতে বহু জায়গায় কুমারী পুজো হয়। মহাষ্টমীর পাশাপাশি মহানবমীতেও হয় কুমারী পুজো বা কন্য়া পুজো। এই দিন কুমারীদের দেবীজ্ঞানে পুজো করা হয়। তাদের পা ধুইয়ে দিয়ে, গলায় মালা পরিয়ে সজ্ঞানে পুজো করা হয়। বেলুড় মঠ-সহ রাজ্যের একাধিক জায়গায় মহানবমীতে কুমারী পুজো হয়।
মহানবমীর বলি প্রথা
মহানবমীতে বহু জায়গায় বলি প্রথা চালু রয়েছে। তবে কোনও পশু বলি নয়। পশু বলি বন্ধ হওয়ায় চাল কুমড়ো, লাউ, আখ বলি দেওয়া হয়।
মহানবমীর হোম
মহানবমীতে হোম করা হয়। মহানবমীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হোমের প্রথা। সবকিছুমিলিয়ে মহাষ্টমীর পর মহানবমীও বিশেষভাবে পলান করা হয়।