Lucky Fruits & Foods for New Year 2022: নুডলস, সবজি, বড় মাছ, বছরের প্রথম দিনে এই খাবারগুলিতেই রয়েছে আপনার সৌভাগ্যের চাবিকাঠি
Representative Image (Photo Credits: Pixabay)

আর কয়েক ঘণ্টা পর শুরু নতুন বছর। নতুন উৎসাহ, নতুন আবেগ, নতুন উদ্দীপনা নিয়ে নয়া বছর শুরু করবেন প্রত্যেকটি মানুষ। ২০২১ সালের ঝড়ঝঞ্ঝা পার করে নতুন বছরকে (New Year)  মানুষ কীভাবে স্বাগত জানাবেন, চলছে তার প্রস্তুতি। বছরের প্রথম দিনে কী কী করলে, সৌভাগ্যের চাবিকাঠি আপনার হাতের মুঠোয় থাকবে! এমনই বেশ কিছু টোটকা আজ আপনাদের দেবে লেটেস্টলি বাংলা। দেখুন...

নুডলস (Noodles)-বছরের প্রথম দিন যদি আপনি নুডলস খান, তাহলে তা আপনার সৌভাগ্যের চাবিকাঠি হতে পারে। বলা হয়, স্প্যাগেটির মতো লম্বা ধাচের নুডলস যদি আপনি বছর শুরুর প্রথমেই খাবার টেবিলে রাখতে পারেন, তাহলে আপনার সৌভাগ্যের চাবিকাঠি হতে পারে ওই খাবার। বছরের প্রথম দিন নুডলস খেয়ে শুরু করার প্রবণতা রয়েছে এশিয়া মহাদেশের বহু মানুষের।

আরও পড়ুন: Lucky Fruits for New Year 2022: আম থেকে আপেল, নতুন বছরে আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনতে পারে এই ৫ ফল

পিঠে বা রাইস কেক- বছরের প্রথম দিন যদি পিঠে খেয়ে শুরু করতে পারেন, তাহলে সৌভাগ্য আপনার দুয়ারে কড়া নাড়তে পারে বলে মনে করেন অনেক। পিঠেকে সুস্বাস্থ্য, সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়।

ফল (Fruits)-  বছরের প্রথম দিনকে শুভ হিসেবে ধরা হয়। সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বহন করতে বছরের প্রথম দিনে ফল রাখুন আপনার খাবারের তালিকায়।

সবুজ শাকসবজি- বিভিন্ন ধরনের রংবেরংয়ের শাকসবজি শরীরের জন্য উপকারী হিসেবে ধরা হয়। তবে বছরের প্রথম দিন যদি আপনি সবুজ শাকসবজি খেয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার সৌভাগ্য আটকায় কে! এমন একটি মত কথিত রয়েছে বছরের প্রথম দিনকে নিয়ে। পালং শাক, ব্রকোলির মতো যে কোনও ধরনের সবুজ শাকসবজি খেয়ে বছরের প্রথম দিনকে শুভ করে তুলুন এবার।

শষ্য- ভারত, গম, ওটসের মতো যে কোনও ধরনের দানাশষ্য খাওয়াকেও বছরের প্রথম দিনে শুভ হিসেবে ধরা হয়। বলা হয়, বছরের প্রথম দিন দানা শষ্য খেয়ে শুরু করলে,আপনার ভাগ্য খুলে যেতে পারে।

১২টি আঙুর- মেক্সিকো, স্পেনের বহু মানুষ বছরের প্রথম দিন শুরু করেন ১২টি আঙুর খেয়ে। নেগেটিভিটি তাড়িয়ে সুস্বাস্থ্য, শান্তি, সুস্থিতি বহন করে বছরের প্রথম দিনের ওই ১২টি আঙুর।

বড় মাছ (Big Fish)- বছরের প্রথম দিনে বড় মাছ খাওয়াকেও অনেকে সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে ধরেন। বছরের প্রথম দিনে বড় মাছ খাওয়াকে অনেকেই শুভ হিসেবে ধরেন।