Credits: Pixabay

দেশে করোনার আতঙ্ক কমলেও মহারাষ্ট্রে বিস্তার করতে শুরু করেছে এক নতুন রোগ। মুম্বাই সহ রাজ্যে পাওয়া যাচ্ছে বিপুল সংখ্যক সোয়াইন ফ্লু রোগী। মানুষের মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের জুন পর্যন্ত রাজ্যে পাওয়া গিয়েছে ৪০০ জনের বেশি সোয়াইন ফ্লু রোগী, যার মধ্যে সোয়াইন ফ্লুর কারণে মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর। বর্ষার শুরু থেকেই মুম্বইয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার রোগীর সংখ্যা। তার মধ্যে সোয়াইন ফ্লু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উদ্বেগ।

বর্তমানে মুম্বাই পৌর কর্পোরেশন হাসপাতালে ভর্তি রয়েছে সোয়াইন ফ্লু রোগী। এই সময়ের মুম্বইতে গরম এবং আর্দ্র পরিবেশের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু, যার কারণে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। সোয়াইন ফ্লুর উপসর্গ হল সর্দি, কাশি, জ্বর, শরীর এবং গলায় ব্যথা। এই সমস্যাগুলি দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এবিষয়ে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে যে, সোয়াইন ফ্লু রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, তাই আতঙ্কিত হওয়ার পরিবর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা খুবই জরুরি। একজন ব্যক্তির হাঁচি, কাশি বা থুতু ফেলার মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। কোনও নোংরা জায়গা স্পর্শ করার পর সেই হাত নাক বা চোখ স্পর্শ করলেও ছড়াতে পারে এই সংক্রমণ। এবিষয়ে শিশু, গর্ভবতী, বৃদ্ধ, হৃদরোগ ও ফুসফুসের রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য আবেদন করা হয়েছে।