
ঠোঁট বিভিন্ন কারণে কালো হয়ে যায়। অতিরিক্ত ধূমপানের কারণে হয়। আবার চি বেশি পান করলেও ঠোঁট কালো হতে থাকে। রোদেও ঠোঁট কালো হয়। তবে গোলাপি করার জন্য ঘরোয়া কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। জেনে নিন সেই পদ্ধতিগুলি।
চিনি ও মধু দিয়ে স্ক্রাব তৈরি করে ঠোঁট এক্সফোলিয়েট করা, লেবুর রস ও মধুর মিশ্রণ ব্যবহার করা, নারকেল তেল দিয়ে ময়েশ্চারাইজ করা, এবং বিটরুট ব্যবহার করা উল্লেখযোগ্য।
ঠোঁট গোলাপি করার জন্য কিছু ঘরোয়া উপায় নিচে দেওয়া হলো:
চিনি ও মধু ঠোঁটের জন্য উপকারি। চিনি ও মধু মিশিয়ে হালকাভাবে ঠোঁটে স্ক্রাব করুন। এটি মৃত কোষ দূর করতে সাহায্য করবে।
লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে। ঠোঁটের কালো দাগ হালকা করতে পারে। এছাড়া মধু ঠোঁটকে ময়েশ্চারাইজ করে এবং নরম রাখতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে মধু লাগিয়ে রাখতে পারেন। ঠোঁটের কালো ভাব দূর হবে।
নারকেল তেলেও ঠোঁটের জন্য উপকারী। ঠোঁটকে ময়েশ্চারাইজ করে এবং কালচেভাব কমাতে সহায়ক।
বিটরুটের রস ঠোঁটে লাগালে তা প্রাকৃতিক গোলাপি আভা দিতে পারে। এছাড়া বরফ ঘষলে ঠোঁটের কালচেভাব কমে এবং রক্ত সঞ্চালন বাড়ে।
ধূমপান ঠোঁটের স্বাভাবিক রং নষ্ট করে। তাই ধূমপান বন্ধ করুন।