Prevent to Dry Skin: সবে সবে শেষ হয়েছে দীপাবলি। দীপাবলি এবং ভাই ফোঁটা শেষ হতেই বাতাসে শুষ্কতা ছড়াতে শুরু করেছে। শীতের হালকা আমেজ যখন পড়তে শুরু করেছে, সেই সময় ত্বকও শুষ্ক হচ্ছে। হাত, পা, মুখে যেমন টান ধরতে শুরু করেছে, তেমনি আর কদিন পর থেকেই ফাটা শুরু হবে। ফলে ক্রিম মাখার তোড়জোড় শুরু হবে। শীতকালে ত্বক ভাল রাখতে কী কী করতে হবে দেখে নিন।
শীতকালে ভাল করে মুখো ধুয়ে, শুকনোর পর ক্রম মাখুন। আপনার ত্বককে কোন ক্রিম ভাল রাখবে, তা বুঝে কিনুন। আর প্রত্যেকবার মুখ ধোঁয়ার পর ক্রিম মেখে নিন।
আরও পড়ুন: Sex Life: সুস্থ 'সেক্স লাইফের' জন্য ৫টি টোটকা, যা থেকে দূর হবে চিন্তাও
ক্রিমের আগে পারলে টোনার ব্যবহার করুন এবং গোটা মুখে অ্যাপ্লাই করুন।
সানসক্রিম ব্যাবহার করুন। শীতে সূর্যের উত্তাপ কম থাকে ঠিকই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। যা আপনার ত্বককে ভাল রাখবে।
যে সানসক্রিমগুলিতে এসপিএফ ৩০ কিংবা তার বেশি ক্ষমতা রয়েছে, সেগুলি ব্যবহার করুন ত্বক ভাল রাখতে।
রাতে ঘুমনোর আগে ভাল করে ক্রমি মাখুন। সারা রাত যা আপনার ত্বককে ভাল রাখবে।
প্রতিদিন নিয়ম করে ত্বক পরিষ্কার করুন। না হলে আপনার ত্বক ডেড সেল বা মরা চামড়ায় ভরে যাবে। যা থেকে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে।