বিশ্ব ক্যানসার দিবস (World Cancer Day 2022) উদযাপনের উদ্দেশ্যই হল, এই মারণ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ক্যানসার রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়া। ক্যানসারকে চিহ্নিত করা এবং চিকিৎসা শুরু করা। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি দিনটি তাই বিশ্ব ক্যানসার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবার ক্যানসার দিবস শুক্রবার। ক্যানসার আক্রান্ত ও আক্রান্তের পরিবারকে সজীব সতেজ রাখতে এখানে কিছু প্রেরণা মূলক উদ্ধৃতি দেওয়া হল, যা মনকে সাহস, শক্তি আশা জাগায়। নতুন শতাব্দীতে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ব ক্যানসার সামিট হয়েছিল ফ্রান্স। সেখানেই ঠিক হয় ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস হিসেবে পালিত হবে। ২০০০ সাল থেকে তাই হয়ে আসছে। আরও পড়ুন- Coronavirus Cases In India: দেশে ৫ লাখের ঊর্দ্ধে করোনার মৃত্যুমিছিল, কমছে সংক্রমণ
যেহেতু কর্কটের মতো মারণ ব্যাধিক রুখতে সক্রিয় গোটা বিশ্ব। তাই এই বিশেষ দিনে LatestLY বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু অনুপ্রেরণা মূলক উদ্ধৃতি। একবার দেখে নেওয়া যাক-
- ক্যানসার ভালবাসাকে মেরে ফেলতে পারে না, আশাকে নিঃস্ব করে দিতে পারে না। ফের শিরদাঁড়া সোজা করার শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে পারেন।
- আপনি হয় ক্যানসার আক্রান্ত, নয় ক্যানসার জয়ী। সবটাই মনের ব্যাপার।
- সবকিছুর থেকে শক্তিশালী মানুষের মনোবল।
- ক্যানসার একটা শব্দ, বাক্য নয়।
- সমস্ত পর্বতেই অলৌকিক ব্যাপার আছে।
- অস্ত্রাপচারের দাগে লজ্জা পাবেন না। এর অর্থ হল যা কিছু আপনাকে দুঃখ দেওয়ার জন্য করা হোক না কেন, আপনি তার থেকে অনেক বেশি শক্তিশালী।