নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি: ফের নিম্নমুখী কোভিড সংক্রমণ। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জন। গতকালকের তুলনায় ১৩ শতাংশ সংক্রমণ কম। একই দিনে করোনাকে হারিয়ে সুস্থ হলেন ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১০৭২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্ত অ্যাক্টিভ রোগী ১৪ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৫ লাখ ৫৫ হাজার জনতা। পজিটিভিটি রেট ৯.২৭ শতাংশ। এখনও পর্যন্ত টিকার আওতায় এসেছে ১৬৮.৪৭ কোটি মানুষ।
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 1,49,394 fresh COVID cases (13% lower than yesterday), 2,46,674 recoveries, and 1072 deaths in the last 24 hours
Active cases: 14,35,569
Death toll: 5,00,055
Daily positivity rate: 9.27%
Total vaccination: 168.47 crore pic.twitter.com/lOiJUwbueG
— ANI (@ANI) February 4, 2022
এদিকে কেরলে (Kerala) সামান্য কমল করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২,৬৭৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে নামার আগে ভারতীয় শিবিরে করোনার হানা। সিরিজে খেলতে আমেদাবাদে পৌঁছতেই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা হয়। এরপর ভারতীয় দলের আট সদস্যের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে বলে খবর। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) , ঋতুরাজ গায়কোয়েড় (Ruturaj Giakwad), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। সঙ্গে টিম ইন্ডিয়ার কয়েকজন সাপোর্ট স্টাফও কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর। পরে অক্ষর প্যাটেলের কোভিড রিপোর্টও পজিটিভ আসে।