National Doctors’ Day 2021 Messages in Bengali: করোনা ভয়াবহতার দ্বিতীয় বছর৷ সবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ কাটিয়ে আশার মুখ দেখা যাচ্ছে৷ তবে অদৃশ্য শত্রুর ভার কমেনি, তৃতীয় ঢেউয়ের আতঙ্কে চলছে প্রস্তুতি৷ আমরা যখন লকডাউনের ঘেরাটোপ থেকে বেরতে মরিয়া তখনও পিপিই কিটের বেড়াজালে নিজেকে আটকে রেখে করোনা আক্রান্তের নিরন্তর সেবা করে চলেছেন চিকিৎসকরা৷ এই অতিমারীতে তাঁরাই একমাত্র ভরসা৷ এমনিতেই চিকিৎসক মানুষের কাছে সাক্ষাৎ ঈশ্বর, কারণ জীবন যখন হাল ছেড়ে দেয় তখন হাসপাতালের দরজা ছাড়া আর গতি থাকে না৷ সেখানেই রোগীর পরিবারকে আশার কথা শোনাতে পারেন একমাত্র চিকিৎসকরাই৷ এই বিপর্যয়ের দিনে তা আরও মর্মে মর্মে উপলব্ধি করা যায়৷ আরও পড়ুন-Naseeruddin Shah Hospitalised: নিউমোনিয়ার ছোবল, হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ
কিংবদন্তী চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের (Dr. Bidhan Chandra Roy) জন্ম এবং মৃত্যুদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে৷ আগামী বৃহস্পতিবার ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন৷ অতিমারীতে চিকিৎসকরাই আমাদের বল ভরসা৷ তাই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছা কার্ড৷ বিশেষ দিনটিতে চিকিৎসকদের সম্মান জানাতে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা৷
Message: সকল ডাক্তারদের জানাই ডক্টরস ডে'র শুভেচ্ছা
Message: কোভিডে-র সঙ্গে লড়াই করা ডাক্তারদের জন্য ডক্টরস ডে'র শুভেচ্ছা
Message: হ্যাপি ডক্টরস ডে' ২০২১