Naseeruddin Shah Hospitalised: নিউমোনিয়ার ছোবল, হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ
নাসিরুদ্দিন শাহ (Photo Credits: Bombay Times)

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)৷ এদিকে বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ মন্দিরা বেদির স্বামী তথা বলিউডের পরিচালক অভিনেতা রাজ কৌশলের মৃত্যু হয়৷ মাত্র ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি৷ বিষয়টি জানাজানি হতেই কীভাবে যেন নাসিরুদ্দিন শাহর হাসপাতালে ভর্তির খবরটিও প্রচারের আলোয় চলে এসেছে৷ তবে জানা গেছে সুস্থ আছেন, ৭০ বছরের অভিনেতা৷ তাঁর ফুসফুসে একটি প্যাচ পাওয়া গেছে৷ সেটি নিরাময়ের চিকিৎসা চলছে পুরোদমে৷ স্ত্রী রত্না পাঠক শাহ ও সন্তানরা তাঁর সঙ্গে আছেন৷ এখন নাসিরুদ্দিন শাহর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ আরও পড়ুন-Gujarat: ভুতের দল খুনের হুমকি দিচ্ছে, ছুটতে ছুটতে থানায় এলেন ব্যক্তি

তবে এই প্রথম নয় গত বছর অর্থাৎ ২০২০-র ৩০ এপ্রিলও নাসিরুদ্দিন শাহর অসুস্থতার খবর ভাইরাল হয়েছিল৷ সেই সময় এক টুইট বার্তায় ছেলে ভিভান শাহ জানিয়েছিলেন, বাবা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন৷ বরং ইরফান ভাই ও ঋষি কাপুরজি-র প্রয়াণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন৷ দুই পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন৷ চিন্টুজি ও ইরফান ভাইয়ের জন্য প্রার্থনা করছেন তিনি৷ তাঁর অসুস্থতার খবর গুজব ছাড়া আর কিছুই নয়৷

বলাবাহুল্য, বলিউডে মৃত্যুর গুঞ্জন উঠলেই খবরের শিরোনামে চলে আসেন নাসিরুদ্দিন শাহ৷ ২ বছর ধরে এটাই ঘটছে৷ তবে এতকিছুর মধ্যেই ২০২০-র ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে  নাসিরুদ্দিন শাহ অভিনীত “মি রাকসাম” ও “বন্দিশ ব্যান্ডিটস”৷ নিজের সময়কার সবথেকে ডেকোরেটেড অভিনেতা হিসেবে ইতিমধ্যে অনেক সম্মাননা পেয়েছেন ভারত সরকার তাঁকে দিয়েছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননা৷