ভূতের প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বদোদরা, ৩০ জুন: ভুতের দল (Gang of Ghosts) হেনস্তা করেছে৷  গত রবিবার ২৭ জুন থানায় গিয়ে এমনই অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি৷ অভিযোগকারী মানসিকভাবে অসুস্থ৷ তাঁর চিকিৎসা চলছে৷ পরিবারের তরফে এই খবর পাওয়ার পর অভিযোগ নেওয়া হয়৷ অদ্ভুত ঘটনাটি ঘটেছে গুজরাটের পাঁচমহল জেলার জাম্বুঘোডা থানায়৷ এফআইআরে অভিয়োগকারী লিখেছেন, তিনি যখন নিজের খামারে ঘুরছিলেন তখন ভূতেদের একটি দল তাঁর উপরে হামলা চালায়৷ হামলাকারীদের মধ্যে দুই ভূত আবার তাঁকে খুনেরও হুমকি দিয়েছে৷ “এই হুমকি পেয়েই আমি থানার দিকে ছুটে এসেছি৷ অনুরোধ করছি, আমাকে বাঁচান৷” সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী থানার সাব ইনস্পেক্টরকে একথাই বলেন অভিযোগকারী৷ আরও পড়ুন-Raj Kaushal Dies: অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশলের জীবনাবসান

অভিযোগ নেওয়া পুলিশকর্মী জানিয়েছেন, অভিযোগকারীকে খুব উত্তেজিত ও অস্বাভাবিক মনে হচ্ছিল৷ তাই তৎপরতার সঙ্গে লিখিত অভিযোগ নিয়ে তাঁকে তা দেখানো হয়, যাতে তিনি খানিকটা শান্ত হন৷ এরমধ্যেই থানার তরফে অভিযোগকারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তাঁর মানসিক অসুস্থতার চিকিৎসা চলছে৷ যদিও গত ১০ দিন ধরে তিনি কোনও ওষুধ খাননি৷ নিয়মিত ওষুধ খাচ্ছেন কি না তা জানতে পরিবারের লোকজন বারবার তাঁকে জিজ্ঞাসা করত৷ এদিন ছুটতে ছুটতে থানায় আসার কারণই হল ভূত এখানে তাঁর কোনও ক্ষতি করতে পারবে না, এমনটাই বিশ্বাস করেন তিনি৷