Face Pack, Representational Image (Photo Credit: Pixabay)

Diwali 2025: দুর্গা পুজো শেষ। এবার শুরু হতে চলেছে দীপাবলি। ১৮ অক্টোবর ধনতেরাস (Dhanteras) থেকে শুরু হচ্ছে ৫ দিনের দীপাবলি (Diwali) উৎসব। যে দীপাবলি উৎসবে আলোয় ঝলমল করবে গোটা দেশ। আলোর উৎসবে মেতে উঠতে তৈরি গোটা দেশ।

ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রান্ত যখন দীপাবলি পালন করবে, সেই সময় বাঙালি করবে কালী পুজো। ২০ অক্টোবর  অমাবস্যা শুরু হতেউ বাঙালির বহু ঘরে যেমন দিপান্বিতা লক্ষ্মী পুজো শুরু হবে, তেমনি মা কালীর আরাধনাও চলবে ধুমধাম করে। তাইতো, দুর্গোৎসব শেষ হলে, মন খারাপের রেশ কাটিয়ে বাঙালি শ্যামা পুজোর আয়োজনে ব্যস্ত।

কালী পুজো, লক্ষ্মী পুজো, আলোর উৎসব নিয়ে যখন বাংলা আবার উৎসবে মেতে উঠতে চলেছে, সেই সময় আপনিও তৈরি থাকুন সেজেগুজে।

উৎসবের দিনগুলিতে মেক আপের আগে কী করবেন, যাতে আপনার ত্বক থাকে ঝকঝকে। তাই আজ হোম মেড বেশ কিছু ফেস প্যাকের খোঁজ দেওয়া হবে। যে ফেস প্যাকের মাধ্যমে ত্বকের মেলানিনের মাত্রা কমিয়ে, আপনি উজ্জ্বল হতে পারবেন। অফিস, বাড়ি কিংবা সংসার সামলে যখন পার্লারে যেতে পারছেন না, সেই সময় এই ঘরে তৈরি ফেস প্যাকগুলি (Homemade Face Pack) ব্যবহার করেই ফেলুন। জেল্লাদার ত্বকের মহিমায় কুপোকাত হবে প্রত্যেকে।

দেখুন হোম মেড ফেস প্যাক কীভাবে তৈরি করবেন এই উৎসবের মরশুমে জেল্লা পেতে দেখুন...

বেসন, হলুদের সঙ্গে দুধ বা দই মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। এই প্যাক আপনার জেল্লাদার ত্বককে আরও সুন্দর করে তুলবে কয়েক মিনিটে।

পাকা পেঁপে চটকে নিয়ে, তার সঙ্গে মশু মেশান। পাকা পেঁপে এবং মধুর ফেস প্যাক আপনাকে আরও সুন্দর করে তুলবে। এই ফেস প্যাক আপনার জেল্লাদার ত্বকের চাবিকাঠিও বলতে পারেন।

কফি, দই এবং হলুদের ফেস প্যাক তৈরি করুন। আপনার ত্বকের জন্য নির্দিষ্ট পরিমাণ কফি, হলুদ এবং দই দিয়ে তৈরি করুন এই ঘরোয়া ফেস প্যাক। যা ত্বকের জেল্লা বাড়াবে।

শুষ্ক ত্বকের জন্য কোন ফেস প্যাক ব্যবহার করলে উপকার পাবেন...

আপনার ত্বক যদি শুষ্ক হয় চাহলে দই এবং ওটসের ফেস প্যাক তৈরি করুন। ওটস ভাল করে গুড়ো করে নিয়ে, তার সঙ্গে দই মিশিয়ে যদি ফেস প্যাক তৈরি করেন, তাহলে তা আপনার সেনসেটিভ ত্বকের জন্য অত্যন্ত উপযোগী।

পাকা কলা চটকে তার সঙ্গে মধু মেশান। এরপর কলা এবং মধু দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করুন।

অ্যাভোকাডো এবং মধু দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করুন ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে। এই ফেস প্যাক আপনার ত্বককে সতেজও রাখবে।

মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। এই ফেস প্যাকে যেমন জেল্লা বাড়বে, তেমনি ব্রন বা অ্যাকনের সমস্যাও কমবে।