
কলকাতাঃ ময়নাতদন্তে (Postmortem) আত্মহত্যা (Suicide) বা ফাউল প্লের কোনও উল্লেখ নেই। অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস (Acute Hemorrhagic Pancreatitis)-এর জেরে মৃত্যু হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের নববিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে সৃঞ্জয় মজুমদারের। মাত্র ২৭ বছর বয়সেই অকাল মৃত্যু সৃঞ্জয় ওরফে প্রীতমের। আর রিঙ্কুর ছেলের মৃত্যুর পর থেকেই চর্চায় অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস। আসুন জেনে নেওয়া কাজ কী এই রোগ? এর লক্ষণ বা প্রতিকারই বা কী।
অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস আসলে কী?
হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস হল অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিসের একটি প্রকার, যা অত্যন্ত গুরুতর হতে পারে। এই রোগ দীর্ঘস্থায়ী হলে তা থেকে মৃত্যু পর্যন্ত হয়। মূলত অগ্নাশয়ের উৎসেচকগুলি বেরিয়ে এসে আশেপাশে থাকা রক্তনালিগুলিকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে রক্তপাত হয়। সেখান থেকে প্রদাহ সৃষ্টি হয়। রক্তপাতের কারণে একাধিক অঙ্গ বিকলও হতে শুরু করে।
উপসর্গ কী?
হালকা বমিবমি ভাব, পেটে ব্যথা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের মতো উপসর্গ দেখা যেতে পারে।চিকিৎসকেরা জানিয়েছেন, সাধারণত, রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলি দেখা যায়। এছাড়া সৃঞ্জয়ের হৃদপিণ্ড, লিভার, কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল।
প্রসঙ্গত, মঙ্গলবার নিউটাউনের সাপুরজি আবাসনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর ২৭ এর সৃঞ্জয় মজুমদারের দেহ। সৃঞ্জয় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। মাত্র ২৫ দিন আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে বিয়ে করেন তাঁর মা রিঙ্কু মজুমদার। এই বিয়েরে পূর্ণ সমর্থন ছিল ছেলে সৃঞ্জয়ের। সংবাদমাধ্যমে সৃঞ্জয় জানান, মায়ের নতুন জীবন নিয়ে বেশ খুশি তিনি। কিন্তু এই বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যেই ওলটপালট হয়ে গেল সবটা। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রিঙ্কু। শোকস্তব্ধ দিলীপ ঘোষ। এদিন শশ্মানে দাঁড়িয়ে দিলীপ বলেন, "পুত্রসুখ হওয়ার আগেই পুত্রশোক হয়ে গেল।"
অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস আসলে কী?
Could Acute Hemorrhagic Pancreatitis Have Led to the Death of Dilip Ghosh's Wife's Son? https://t.co/jUK13zMY1U
— NationPress (@np_nationpress) May 13, 2025