২০২৩ শেষ হবে আর কয়েকঘণ্টা পরে। তারপরেই শুরু হবে নতুন বছর। ভারতের জন্য এক ঘটনাবহুল বছর ছিল ২০২৩। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান পাঠানো, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত - এই বছরেই একাধিক সাফল্য অর্জন করেছে ভারত। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মহিলা কুস্তিগীরদের রাস্তায় দীর্ঘদিন লড়াই সহ একাধিক বিষয়ে বিতর্কও তৈরি হয়েছে।এসবকিছুরই সাক্ষী থেকেছে ২০২৩। কনকনে ঠান্ডা না আসলেও ক্রিসমাসের আনন্দ বর্ষবরণের নানা আয়োজনের মাঝেও চোখ রাঙাচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট জে এন ১। শত বিপত্তি এড়িয়েও আজ রাতে সকলে মেতে উঠবে নববর্ষ যাপনে। সারা বিশ্বজুড়ে পালিত হবে নিউ ইয়ার (New Year 2024)।
বছর শেষের সন্ধ্যায় অগ্রিম ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে 'লেটেস্টলি' (LatestLY) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছাপত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।