হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।কৃষ্ণকে শ্রী হরি বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে , জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং পরকালে স্বর্গে স্থান হয়। শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সকল সুখ লাভ হয়।

কিন্তু এবছর জন্মাষ্টমী তিথির বিস্তার ২ দিন ধরে। তাই ভক্তদের মনে সংশয় কবে তারা রাখবেন জন্মাষ্টমীর উপোস। ভাদ্র  মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর (6 September 2023 ) বিকাল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর ( 7 September 2023 )  বিকেল ৪.১৪য়।পুরাণ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ১২টায় জন্মগ্রহণ করেছিলেন। এই বিশ্বাস অনুসারে, ৬ সেপ্টেম্বরেই জন্মাষ্টমী পুজো ও উপোস করা উচিত। এদিনই সেরা সময়। শুধু তাই নয়, রোহিনী নক্ষত্রের পাশাপাশি এদিন অলৌকিক কাকতালীয় হতে চলেছে। বিরল যোগের কারণে এবারের জন্মাষ্টমী অত্যন্ত শুভ হতে চলেছে।

লেটেস্টলি বাংলা (Latestly Bangla) নিয়ে এসেছে জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা । অষ্টমীর পুণ্য তিথিতে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন সেই শুভেচ্ছা বার্তা