অলি পাব (Photo Credits: Facebook)

কলকাতা, ২৫ ডিসেম্বর: বড়দিন(Christmas) মানেই খুশির দিন। প্লাম কেক-ড্রাই ফ্রুট-কেক-রাম কেক যেন এই খুশির মাত্রা আরও কয়েকগুণে বাড়িয়ে দেয়। কেক (Cake) ছাড়া বড়দিন অপূর্ণ। বড়দিনের সকালে ইতিমধ্যেই নিশ্চয়ই পছন্দের কেকের স্বাদ নেওয়া হয়ে গিয়েছে! কেউ কেউ আবার নিজেরাই বাড়িতে কেক বানানোর প্রস্তুতি নিয়ে নিয়েছেন। তবে ২৫ ডিসেম্বর মানেই কেক-স্যান্টা-ক্রিশমাসট্রি এই সবকিছু একসঙ্গে করে কলকাতাবাসীর আছে 'পার্ক স্ট্রিট (Park Street)।' সন্ধ্যে গড়াতে না গড়াতেই তাই তিলোত্তমা এক হয়ে যায় মধ্য কলকাতার সাহেবপাড়ায়।

ইতিহাস ঘাঁটলে জানা যায়, উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতায় ইংরেজ সাহেবদের ঘরবাড়ি ছিল মধ্য কলকাতার (Central Kolkata) এই চৌহদ্দি। অনেকে দু-তিন পুরুষ ধরে বসবাস করছেন। ফলে, পার্ক স্ট্রিট তখন হয়ে উঠেছে অ্যাংলো ইন্ডিয়ানদের বসবাসের এক মাত্র ঠিকানা৷ কলকাতার সাহেবপাড়া বলতে তখন থেকেই তাই পার্ক স্ট্রিট৷ জনশ্রুতি আছে, বড়দিনে পার্কস্ট্রিট নাকি শ্যাম্পু দিয়ে ধোয়া হত। সাহেব আর মেমরা ফিটন গাড়িতে করে বিকেলে এই রাস্তা দিয়ে হাওয়া খেতে আসবেন বলে৷ মিস্টার এন্ড মিসেস ফ্ল‌ুরি আসেন কলকাতায় সুদূর ইংল্যান্ড থেকে। তাঁরা পার্কস্ট্রিটের এক কোনায় একটা বেকারি শপও খোলেন। কলকাতার সাহেবপাড়া যেহেতু পার্কস্ট্রিট, তাই বড়দিনে জমে উঠত মধ্য কলকাতার এই পাড়া। তখন থেকেই বড়দিনে কলকাতার ঠিকানা হয়ে ওঠে মধ্য কলকাতার এই চৌহদ্দি। কেক, স্যান্টা পুতুল (Santa Clause), উড়ন্ত বেলুন, আলো, বেলোয়ারি সাজ সব মিলিয়ে পার্কস্ট্রিট রীতিমত সেজে উঠছে বড়দিনের সাজে। আজ রাতে কল্লোলিনীর মানুষদের ভিড়ে মেতে উঠবে পার্কস্ট্রিট। তবে রাত গাঢ় হতেই যখন পেটে ছুঁচোয় ডন মারবে তখন ঝলমলে রাস্তা ছেড়ে বেছে নিতেই হবে রঙিন রেস্তরাঁর ঠিকানা। জানেন মধ্য কলকাতার এই চৌহদ্দির মধ্যে কোন কোন রেস্তোরাঁগুলি আপনার জন্য পারফেক্ট? চলুন বড়দিনের এই জমজমাটি মুহূর্তে আপনাদের হদিশ দিই এমন দশ রেস্তোরাঁর। আরও পড়ুন: Christmas 2019: কলকাতার সাহেবপাড়া ছিল পার্কস্ট্রিট, তখন থেকেই বড়দিনে কলকাতার ঠিকানা মধ্য কলকাতার এই চৌহদ্দি

ক্লিক করুন আর দেখে নিন রেস্তোরাঁগুলির  মেনু থেকে একেবারে নির্দিষ্ট ঠিকানা-

অলি পাব

বারবিকিউ নেশন

পিটার ক্যাট

দ্য ব্রিজ

হার্ড রক ক্যাফে

ওয়াসিস

ম্যাগ্নোলিয়া 

বার-বি-কিউ

ফ্লেভারস অফ চায়না

ফ্লোরিয়ানা