World Music Day (File Image)

World Music Day 2022 Wishes In Bengali:  আজ বিশ্ব সঙ্গীত দিবস (World Music Day 2022 Wishes)। সুর হল এমন এক আধার যাতে প্রভাবিত হয় না এমন মনুষ্য জাতি বোধহয় এ ধরাধামে নেই। আর সুরকে ধরে রাখে সঙ্গীত।গানে গানে যেভাবে প্রাণের মনের মিলন হয়, তা আর কোনও মাধ্যমই সেভাবে দেখা যায় না। মন খারাপ থাকলেও গানে শান্তির খোঁজ মেলে। বিষন্নতা কাটাতে সঙ্গীতের ভূমিকা অপরিসীম। একইভাবে রাগ, দুঃখের বহিঃপ্রকাশ যেমনই হোক না কেন গান সেই ক্ষতে সুরাহার প্রলেপ দিয়ে যায়। আর মানসিক সুস্ততায় গান কতটা প্রয়োজনীয় তা আজকালকার মনোবিদরা বিশদে বলতে পারবেন। বহু কঠিন অসুখের সুস্থতাতে সহায়ক ভূমিকা নিয়েছে মিউজিক থেরাপি।

আর বাঙালির কাছে গান মানে রবীন্দ্রনাথ। সুখে দুঃখে আনন্দে হাসি কান্নায় রবীন্দ্রনাথ বাঙালির মাথার উপরে আছেন। রবীন্দ্র সঙ্গীত তো বড় আশ্রয়। যেকোনও সঙ্গীত প্রেমীর মনের মণিকোঠায় রবীন্দ্রগানের আসাযাওয়া। এমন প্রাসঙ্গিকতা আর কোথায় পাবেন। তাই বিশ্ব সঙ্গীত দিবসে আপনজনকে শেয়ার করুন LatestLY  বাংলার এই শুভেচ্ছা বার্তা।

World Music Day (File Image)
World Music Day (File Image)
World Music Day (File Image)