Photo Credits: ANI

কলকাতা: ছট পুজো উদযাপনের (Chhath Puja celebration) জন্য রাজ্য সরকার ও কলকাতা পুরসভা সমস্ত ব্যবস্থা নিয়েছে (arrangements and preparations) বলে শনিবার জানালেন পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী (West Bengal Minister) ও কলকাতার মেয়র (Mayor of Kolkata) ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি ছট পুজোর পর ঘাটগুলিকে পরিষ্কারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "অনেক জায়গায় ঘাট (Ghat) তৈরি করা হয়েছে। কিছু ঘাট সাময়িকভাবে প্লাস্টিকের আস্তরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে যাতে বাড়ির কাছে ছট পূজা করা যায়। সব ঘাটই পরিষ্কার-পরিচ্ছন্নতা (cleanliness), জলের ব্যবস্থা (water arrangements), মহিলাদের বাথরুম (Ladies' toilets) ও ​​চেঞ্জিং রুম তৈরি করা হয়েছে। আমাদের আধিকারিকরা আগামীকাল সন্ধ্যায় এবং পরশু সকালে সর্বত্র উপস্থিত থাকবেন। মানুষ পুজোর জন্য ঘাট ব্যবহারের পর সেগুলি পরিষ্কার করব আমরা। এটি করতে এক মাস সময় লাগব, কিন্তু আমরা কাজটা করবই। আমরা সম্ভাব্য সব পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি।" আরও পড়ুন: Mamata Banerjee Attacks BJP: 'আমরা কাজ করি, ওরা বিজ্ঞাপন দেয়', জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনেও বিজেপিকে তোপ মমতার

দেখুন ভিডিয়ো: