Photo Credits: ANI

নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দিরের (Ram Temple) দ্বারোদঘাটন ও প্রাণপ্রতিষ্ঠা (pranpratishta) উপলক্ষে ৫৬টি দেশের ১০ কোটির বেশি বাড়িতে বিশেষ অনুরোধ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) তরফে যাওয়া হচ্ছে বলে জানালেন এই হিন্দু সংগঠনের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার (VHP International Working President Alok Kumar)। আরও পড়ুন: Makar Sankranti 2024 Khichdi Recipe: পৌষ পার্বণে আপনার জন্য রইল বিশেষ কিছু খিচুড়ির রেসিপি, দেখুন

রবিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা বিশ্বের (World) ৫৬টি দেশের (countries) ১০ কোটির বেশি বাড়িতে (households) যাচ্ছি এবং তাঁদের নিমন্ত্রণ করছি। তাঁদের বলছি যে তাঁরা যেন এই অনুষ্ঠানটি দেখতে তাঁদের কাছের মন্দিরে উপস্থিত হন।" আরও পড়ুন: Gangasagar Mela 2024: মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু গঙ্গাসাগরে, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: