Tulsi Vivah 2025: কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পালন করা হয় তুলসী বিবাহ। এই তুলসী বিবাহকে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব হিসেবে পালন করা হয়। ওইদিন তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা বা দেবতা বিষ্ণুর বিবাহ সম্পন্ন হয়। সেই রীতিকে মনে করেই হিন্দুরা তুলসী বিবাহ পালন করেন।
২ নভেম্বর এ বছর তুলসী বিবাহ পড়েছে। ওইদিন গোটা দেশের বিভিন্ন জায়গায় এই তুলসী বিবাহ পালন করা হবে।
হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনও পুজোয় ব্যবহার করা হয় এই তুলসী পাতা। ফলে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তুলসী বিবাহ নিষ্ঠাভরে পালন করলে, পরিবারে সুখ, শান্তি আসে বলে মনে করা হয়। তাই দেশের বিভিন্ন প্রান্তে তুলসী বিবাহ পালনের বেশ কয়েক ধরনের আচার, আচরণ রয়েছে। যা মেনে এই প্রথা পালন করা হয়।
হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মী হিসেবে মানা হয়। তাইতো শালগ্রাম শিলা বা বিষ্ণুর সঙ্গে তাঁর বিবাহ দেওয়ার রীতির নামই তুলসী বিবাহ।
তুলসী বিবাহের তারিখ
এ বছর ২ নভেম্বর সকাল ৭.২১ মিনিট থেকে তুলসী বিবাহের যোগ বা তিথি শুরু হচ্ছে।
তুলসী বিবাহের তিথি শেষ হচ্ছে ৩ নভেম্বর ভোর ৫.০৭ মিনিটে।
কীভাবে পালন করা হয় তুলসী বিবাহ
তুলসি বিবাহের দিনে তুলসী গাছে লাল রঙের ওড়না জড়ানো হয়। শাখা, পলা বা চুড়ি রাখা হয় মঞ্চে। তুলসী গাছের ডান দিকে রাখা হল শালগ্রাম শিলা। এরপর শালগ্রাম শিলা এবং তুলসি গাছকে একসঙ্গে গঙ্গার জলে স্নান করানো হয়।
এরপর শালগ্রাম শিলায় চন্দন বাটার টিপ পরানো হয়। তুলসী মঞ্চে পরানো হয় সিঁদূরের টিপ। এরপর মিষ্টি, আখ এবং বিভিন্ন ধরনের ফল দিয়ে পুজো বা তুলসী বিবাহ সম্পন্ন করা হয়।
তুলসী বিবাহ সম্পন্ন করলে, বিয়ের বাধা কেটে যায়। বিশেষ করে কুমারী মেয়েদের। এমন বিশ্বাস বা ধারনা হিন্দু ধর্মে রয়েছে।